দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পুজো কমিটির চেয়ারম্যান তিনি। আজ অষ্টমীর সকালে রামমোহন সম্মিলনীর ঠাকুর দেখতে পৌঁছে যান রাজ্যপাল বোস।
বাংলার সাংবিধানিক প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। রাজ্যপালকে স্বাগত জানাতে মণ্ডপের বাইরে অপেক্ষা করছিলেন কুণাল। রাজ্যপাল গাড়ি থেকে নামার পর তাঁকে নিয়ে রামমোহন সম্মিলনীর মণ্ডপের ভিতরে ঢোকেন তৃণমূল মুখপাত্র। মণ্ডপের ভিতরের সাজসজ্জা ঘুরে দেখেন বোস। পুজোর থিম ও ভাবনার কথা রাজ্যপালকে বুঝিয়ে দিলেন কুণাল। রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলিও দিলেন বোস।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজভবনে সৌজন্য বিনিময়ে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন রাজ্যপাল বোসকে। কুণাল ঘোষ অবশ্য সেদিন বলেছিলেন, রাজ্যপাল তাঁকে ওনাম উপলক্ষ্যে উপহার পাঠিয়েছিলেন। তাই দুর্গাপুজোর মরশুমে রাজ্যপালকেও শুভেচ্ছা ও উপহার দিতে রাজভবনে গিয়েছিলেন তিনি। সেদিন বোসের হাতে জাগো বাংলার শারদ সংখ্যাও তুলে দিয়েছিলেন কুণাল। যদিও রাজভবন থেকে বেরিয়ে কুণাল বলেছিলেন, রাজ্যপালে কোনও পদক্ষেপে আপত্তি থাকলে, আগের মতোই সমালোচনা করবেন তিনি।