দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত দেড় মাস আগে আরজিকর হাসপাতালে
কর্মরত তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সকলেই অভয়ার বিচারের
দাবি পথে নেমেছেন। এই আন্দোলনের আবহেই কৈলাশ থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে এসেছেন
মা উমা। এবার মা দুর্গার মূর্তিতেও সেই মানুষ রূপী অসুরদের বধ করার ছবি। বাংলাদেশের
চট্টগ্রামের পাথরঘাটা বংশাল রোডের ঐতিহ্যবাহী পাঁচবাড়ির মণ্ডপই দেখা যাচ্ছে মায়ের
এই রূপ।
দেবী দুর্গার পদতলে মহিষাসুর। পেছনে রয়েছে মানুষরূপী ১৫টি অসুরের জলজ্যান্ত মূর্তি। অসুরের দিকে তাকালে মনে হবে সত্যিকারের মানুষই বটে। এদিকে রণভঙ্গিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত দু্র্গতিনাশিনী দাঁড়িয়ে আছে। গায়ের রঙ ঘন নীল। যেন এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে।
১৯৫০ সালে শুরু হয়েছিল পাঁচবাড়ির এই মণ্ডপ। এই পুজোর বয়স
এখন ৭৪ বছর হতে চলল। প্রত্যেক বছরই আকর্ষণীয় থিমের মাধ্যমে সবার নজর কাড়ে এই মন্ডপ।
এবারও তার ব্যতিক্রম হল না।