দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় নিজে যেমন সেজে উঠবেন ঠিক তেমনই আপনার বাড়িটাকেও ঝলমলে করে তুলতে হবে। আর সেটা যদি হয় আলো দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। এই কয়েকটি উপায় আলোর মাধ্যমে সাজিয়ে তুলুন বাড়ি।
১) একটি খালি কাঁচের বোতল নিন। বাড়িতে যদি সুরা পান বা সসের বোতল থাকে সেটিকে ব্যাবহার করা যেতে পারে। প্রথমে বোতলগুলি ভালো করে ধুয়ে নিন, এরপর টুনি লাইটগুলো তার ভিতরে পুরে আলো জ্বালান।
২) পুজোর সময় দেওয়ালকে সাজিয়ে তুলুন নানান রকমের অঙ্কনসজ্জার মাধ্যমে তারপর সেই দেওয়ালে আলো দিয়ে সাজিয়ে নিতে পারেন। চাইলে লাইট দিয়ে নাম লিখতে পারেন, নয়তো কোনও চিহ্ন বা প্রতিকৃতি তৈরি করতে পারেন।
৩) রঙিন কাগজ বা কাপড় দিয়ে ‘কান্ডিল’ তৈরি করে নিতে পারেন। কোনও দোকান বা রেস্তরাঁর বাইরে দেখেছেন হয়তো রঙিন কান্ডিলের ভিতরে লাইট লাগানো। দেখতে বড় সুন্দর লাগে।