দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর পরেই আসে কালিপুজো। আলোর রসনায় ভাসে কলকাতা। মা কালির পুজোর মাধ্যমে প্রদীপে আলোতে উজ্জ্বল হয়ে ওঠে চতুর্দিক। মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকেই ১৪টি প্রদীপ জ্বালান। তবে এই প্রদীপ জ্বালানোর রয়েছে সঠিক নিয়ম।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, প্রদীপ জ্বালানোর সঠিক সময় হল সূর্যাস্তের খানিক আগে। বা বলা ভাল ঠিক সন্ধে নামার আগের মুহূর্তটায়। এর পাশাপাশি দীর্ঘদিনের প্রচলিত ধারণা অনুযায়ী। কালীপুজো ছাড়া বাড়িতে যারা প্রদীপ জ্বালান। তারা যদি প্রদীপ জ্বালানোর সময়ে সন্ধ্যাকাল মেনে এই কাজ করেন তাহলে আরও বেশি উপকার হয়। এর দু'টি ভাগ রয়েছে।
প্রাতঃ সন্ধ্যা: সুর্যোদয়ের আধ ঘণ্টা আগের মুহূর্তকে বলা হয় প্রাতঃ সন্ধ্যা। এই সময় প্রদীপ জ্বালানোর গুরুত্ব এই যে আপনার আলো সূর্যের আলোয় পরিণত হল।
সায়ম সন্ধ্যা: সূর্যাস্তের আধ ঘণ্টা আগের সময়কে বলা হচ্ছে সায়ম সন্ধ্যা। এই সময় প্রদীপ জ্বালালে জীবনে অন্ধকার আসে না।