দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রাত পোহালেই দশমী। বেজে উঠবে
মা দুর্গার বিদায় ধ্বনি। আবার সেই একটা বছর মায়ের অপেক্ষায় প্রহর গুণতে হবে মর্ত্যবাসীকে।
তবে মা দুর্গা কৈলাসে গেলেও থামছে না পুজোর রেশ। এরপরই মহা সমারহে ঘরে ঘরে পূজিতা হবেন
মাতা লক্ষ্মী।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো।
এই বছর কোজাগরী পূর্ণিমা পড়েছে আগামী ১৬ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিটে আর পূর্ণিমা
শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৪টে ৫০ মিনিটে। যাঁরা রাতে পুজো করবেন, তাঁরা ১৬ তারিখ
রাতেই পুজো করে ফেলবেন। ১৬ তারিখেই হবে রাত্রি জাগরণ। তবে দিনের বেলা পুজো করতে চাইলে
১৭ অক্টোবর পুজো করতে হবে।
এ দিন অনেকে কৌমুদী ব্রতও পালন করেন। মা লক্ষ্মীকে তুষ্ট
করে তাঁর আশীর্বাদ লাভের জন্য এ দিন বিশেষ ভাবে উপযুক্ত। কোজাগরী পূর্ণিমায় পায়েস রান্না
করে তা সারা রাত চাঁদের আলোয় রেখে, পরের দিন সকাল প্রসাদ হিসেবে এই পায়েস খাওয়া বিশেষ
শুভ বলে মনে করা হয়।