দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এখন চলছে বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাস। প্রতি বছরই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। হিন্দু শাস্ত্র মতে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই তিথিতেই জন্মগ্রহন করেছিলেন। তাই এই তিথিকে অতি শুভ বলে মনে করেন হিন্দু ধর্মালম্বীরা।
এবছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। জানা গিয়েছে, এই বছর অষ্টমী তিথি একদিনেই পড়েছে, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে দাবি করেছেন হিন্দু সাধুরা। পঞ্জিকা মতে, অষ্টমী শুরু হবে রাত ৩টে ৪০ মিনিটে এবং বেলা ২টো ২০ মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।
রোহিনী নক্ষত্র শুরু হবে ২৬ অগস্ট বেলা ৩টে ৫৫ মিনিটে এবং তা থাকবে ২৭ অগস্ট ভোর ৩টে ৩৮ মিনিট পর্যন্ত। এছাড়াও রয়েছে জয়ন্তী যোগ। জন্মাষ্টমীতে তিথিতে চাঁদ থাকবে বৃষ রাশিতে। শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষ রাশিতে ছিল। রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে, তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে, যা অত্যন্ত শুভ। ফলে এই বছর তৈরি হয়েছে জয়ন্তী যোগ।
গোপাল ঠাকুরের পুজো করার বিশেষ সময় আছে। মনে করা হয় এইসময় পুজো করলে ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীতে সকালের পুজো শুরু করুন সকাল ৫টা ৫৬ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিটের মধ্যে। এর পর বিকেলের পুজো করতে পারেন বিকেল ৩টে ৩৬ মিনিট থেকে সন্ধে ৬টা ৪৯ মিনিটের মধ্যে। এইসময় অত্যন্ত শুভ বলে মনে করছেন হিন্দু পণ্ডিতরা।