দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহালয়া মানেই পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের আবাহন। এই সময়ই পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া আর, এই পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করার প্রথাটিকেই তর্পন বলে। তর্পণ কথাটি এসেছে 'তৃপ' থেকে। এই তৃপ কথার অর্থ হল সন্তুষ্ট করা। এই তর্পনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মারা জল পেয়ে শান্তি লাভ করে থাকেন।
শাস্ত্র মতে যে কোনো জলাশয়েই তর্পন করা সম্ভব। তবে গঙ্গায় এই তর্পন করা বিশেষ শুভ বলে মনে করা হয়। পাশাপাশি মনে রাখা প্রয়োজন, পুকুরে বা বাড়িতে যেখানেই তর্পন করা হোক না কেন, অন্তত ৫-৬ ইঞ্চি উঁচু থেকে জলদান করতে হয়। তবে খেয়াল রাখা দরকার, যখন জলদান করা হয়, তা যেন কখনোই বৃষ্টির জলের সঙ্গে না মেশে। যদি বৃষ্টি হয় তাহলে ছাতা মাথায় দিয়ে তর্পণ করা বাঞ্চনীয়।