নয়াদিল্লি, ২৭ আগস্ট : সমগ্র দেশে বুধবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। মহারাষ্ট্ৰ-সহ দেশের সর্বত্রই বুধবার থেকে শুরু হয়েছে গণেশ উৎসব। ভগবান গণেশ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পারিবারিক পুজোর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন ক্লাবের উদ্যোগেও হচ্ছে গণেশ আরাধনা। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে।
গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, "ভারত ও বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়কে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা! জ্ঞান ও বিচক্ষণতার দেবতা ভগবান শ্রী গণেশের জন্মোৎসব হিসেবে এই মহান উৎসবটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। আমি ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা করি, তিনি যেন ব্যক্তিত্ব এবং দেশ গঠনের পথে সমস্ত বাধা দূর করে দেন। গণপতি বাপ্পা মোরিয়া!"
প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, "সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বাস ও ভক্তিতে পরিপূর্ণ এই শুভ উৎসব সকলের জন্য মঙ্গলময় হোক। আমি ভগবান গজাননের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর সকল ভক্তদের সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য দান করেন। গণপতি বাপ্পা মোরিয়া!"
देश-विदेश में रह रहे सभी भारतीयों को गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएं!
— President of India (@rashtrapatibhvn) August 27, 2025
यह महापर्व बुद्धि और विवेक के देवता भगवान श्री गणेश के जन्मोत्सव के रूप में हर्षोल्लास से मनाया जाता है। विघ्नहर्ता भगवान श्री गणेश से मैं प्रार्थना करती हूं कि वे व्यक्ति-निर्माण तथा राष्ट्र-निर्माण के…