Festival and celebrations

13 hours ago

Durga Pujo 2024: পঞ্চমী থেকে দশমী, এই রঙের পোশাক পড়লেই মিলবে মা দুর্গার আশীর্বাদ! জানেন কি সেই রং?

Maa Durga (Symbolic Picture)
Maa Durga (Symbolic Picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :- আকাশে পেজা তুলোর মেলা এবং কাশ ফুল মানেই মা দূর্গা  আসছেন। হাতে গোনা আর মাত্র ২২দিনের অপেক্ষা। এই পরিস্থিতিতে নতুন পোশাক কিনতে মেতেছে আপামর বঙ্গবাসি। তবে পঞ্চমী থেকে দশমী ঠিক এই রঙের জামা পড়লেন মা দুর্গার আশীর্বাদ মিলবে বলে দাবি জ্যোতিষীদের। 

জ্যোতিষীদের মতে, ষষ্ঠীতে বোধনের দিন দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। সেই হিসাবে কাত্যায়নীর পছন্দের রঙ লাল। তাই ষষ্ঠীর দিন লাল রঙের পোশাককেই শুভ বলে গণ্য করা হয়। 

সপ্তমীতে দেবীর কালরাত্রি রূপের পুজো করা হয়। দুর্গার এই রূপের প্রিয় রঙ হল নীল। তাই সপ্তমীতে নীল রঙের পোশাক পরলেই পাবেন দুর্গার আশীর্বাদ। 

অষ্টমীতে দুর্গার মহাগৌরী রূপ পুজো হয়। মহাগৌরীর প্রিয় রঙ হল গোলাপি। তাই অষ্টমীর সন্ধেয় নতুন পোশাকের রঙও গোলাপি হলে দেবীর আশীবার্দ পাওয়া যায় বলে মনে করা হয়। 

নবমীতে দুর্গার সিদ্ধিধাত্রী রূপের পুজো করা হয়। দেবীর এই রূপের পছন্দের রঙ বেগুনি। পুজোর চতুর্থ দিনের জন্য বেগুনি রঙের নতুন পোশাক রাখতে পারেন। 

দশমীতে দেবীকে বরণ করার রাখুন সাদা ও লাল পোশাক। এই রং সুখ-সমৃদ্ধির লক্ষণ। শাস্ত্র অনুসারে, এদিন পান পাতায় দেবীর চোখের জল মোছার সময়ই, মনের ইচ্ছের কথা বললে পরের বছর সেই ইচ্ছেপূরণ হয়।

You might also like!