দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চারদিনে মা দুর্গা এসেছেন
মর্ত্যে, খুশিতে মেতে উঠেছে সকলে। মহিষাসুর মর্দিনী রূপী মা দুর্গাই পূজিতা হন মর্ত্যলোকে।
এবার পুজোতেই সেই অসুর দলনী মূর্তিই চুরি করল চোর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার
কেতুগ্রামের পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরে।
দশমীর দিন ভোরে পুজো বসবে। তাই মন্দির চত্বর পরিষ্কার করা
হচ্ছিল। সেই সময় পরিবারের সদস্যের চোখে পড়ে মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়,
দুর্গা প্রতিমার মাথায় থাকা সোনা-রুপো মেশানো দেড় কেজি ওজনের মুকুট চুরি গিয়েছে। এছাড়াও
প্রতিমার গায়ে থাকা গয়নাও লুট হয়েছে। পরিবারের দাবি, সবমিলিয়ে গয়নার বাজারমূল্য প্রায়
২৫ লক্ষ টাকা।
মন্দিরের ভিতরে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে, রাত ১২টা ৪৮
মিনিট নাগাদ মন্দিরে ঢুকেছিল দুষ্কৃতী। ৭ মিনিটের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না
চুরি করে পালায় গামছায় মুখ ঢাকা দুস্কৃতী। সেই সিসিটিভির ফুটেজের ভিত্তিতেই তদন্ত
শুরু করেছে পুলিশ।