Festival and celebrations

1 year ago

Puja Turotial: পুজোয় ঠাকুর দেখার সময় ব্যাগে রাখতে ভুলবেন না এই ৭ টি জিনিস

Don't forget to keep these 7 things in your bag while visiting Tagore in puja
Don't forget to keep these 7 things in your bag while visiting Tagore in puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহিলারা এই পুজোয় ঠাকুর দেখবেন। ঠাকুর দেখার সময় যে সেজেগুজে বেরবেন এটাই স্বাভাবিক। 

কিন্তু ত্বক এবং চুলের যত্নের কথা ভুললে চলবে না। তাই তো মণ্ডপে মণ্ডপে ঘোরার সময়ে ব্যাগে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস রাখতেই হবে, যা ত্বক এবং চুলকে দূষণ ও ধুলো থেকে রক্ষা করবে।

দিনের বেলায় বাইরে বেরনোর সময়ে অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোবেন। সঙ্গে ব্যাগেও সানস্ক্রিন রাখতে ভুলবেন না। প্রতি ৩ ঘণ্টা অন্তর মুখে এবং হাতে সানস্ক্রিন লাগিয়ে নেবেন।

ওয়েট ওয়াইপস আপনার ব্যাগে অবশ্যই রাখতে হবে। প্রয়োজনে হাত এবং মুখ মোছার জন্যে ব্যবহার করতে পারবেন আপনি।

মেকআপের কিছু সামগ্রী আপনার হাতব্যাগে থাকা জরুরি। তার মধ্য়ে অন্যতম হল লিপস্টিক। খাওয়ার পরে বা দীর্ঘক্ষণ সময় কাটানোর পরে যদি লিপস্টিক ফেড হয়ে যায়, তবে রিটাচ করে নিতেই হবে।


You might also like!