Festival and celebrations

1 year ago

Kojagori Laxmi Puja Vastu Tips : কোজাগরী লক্ষ্মীপুজোয় আলপনা দেওয়ার বাস্তু উপকারিতা সম্পর্কে জানেন কী?

Laxmi Puja Alpona  (Symbolic )
Laxmi Puja Alpona (Symbolic )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনুষ্ঠান উৎসব বা পরবে আলপনা দেওয়ার রীতি বহু কালের। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে আলপনার গভীর গুরুত্ব৷ ভারতীয় সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই আলপনা দেওয়া হয়ে আসছে বিভিন্ন শুভ অনুষ্ঠানে৷ কল্যাণকামনার বিশ্বাসে প্রতি অনুষ্ঠানে যত্ন নিয়ে আঁকা হয় এই চিহ্ন৷

প্রাচীন কাল থেকে প্রচলিত বিশ্বাস, সাত্তিক বাতাবরণ ও পরিবেশ সৃষ্টি হয় আলপনার কল্যাণে৷ আলপনায় সোজা লাইনের পরিবর্তে কল্কা বা বাঁকা লাইনে বেশি শুভ ফল হয় বলেই বিশ্বাস৷ অশুভ শক্তিকে দূর করে আলপনা আধ্যাত্মিকতার বার্তা বহন করে৷

গোবরে নিকোন উঠোনে আলপনার ছবি গ্রামবাংলার চিরচেনা ছবি৷ পুজোর স্থান ছাড়াও আলপনা দিতে পারেন বাড়ির প্রবেশদ্বারে৷ প্রবেশদ্বার এবং বাড়ির গুরুত্বপূর্ণ স্থানে আলপনা সদর্থক বার্তা ছড়িয়ে দেয়৷

You might also like!