দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাঙালির লক্ষ্মী বন্দনা। লক্ষ্মীকে আমরা সম্পদ ও সমৃদ্ধির দেবি বলে থাকি। সেই লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ পেতে হলে বিশেষ কিছু নিয়ম মেনে ঘর সাজানোর কথা ভারতীয় জ্যোতিষ বলছে। ঘরে ঘরে আলপনা দিয়ে শাঁখ বাজিয়ে ডেকে আহ্বান জানানো হয় ধন-সম্পত্তির দেবীকে। নারকেল নাড়ু, চন্দ্রপুলী দিয়ে থালা সাজিয়ে নিবেদন করা হয় মাকে।
তবে কথায় বলে বাড়ি অপরিষ্কার করে রাখলে সেই বাড়িতে অলক্ষ্মীর বাস করেন। সেখানে লক্ষ্মীদেবী বেশিদিন থাকেন না। তাই দেবীর আশির্বাদ পেতে হলে অন্দরসজ্জায় কিন্তু নজর দিতেই হবে। তার উপর ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়।
দেবী লক্ষ্মীর কৃপা পেতে হলে মেনে চালুন এই নির্দেশ -
১) লক্ষ্মীর পুজোর সঙ্গে আলপনার এক অমোঘ সম্পর্ক রয়েছে। লক্ষ্মী পুজোর জায়গায় আলপনা দেওয়াটা বাধ্যতামূলক। বাড়িতে ঢোকার দরজায়, ঘরের দরজায় দরজায় আলপনা দিতে হয়। চালের গুঁড়ো ভিজিয়ে সাদা আলপনা দিতে পারেন। আবার চাইলে রঙের ছোঁয়াও রাখতে পারেন।
২) বাড়ির যে জায়গায় ঠাকুর বসাবেন সেই জায়গাটি ভাল করে সাজিয়ে নিন। ছোট মূর্তি হলে থার্মোকল দিয়ে একটি অস্থায়ী বেদী বানিয়ে নিতে পারেন। জলচৌকি উপর মূর্তি বসালে সেই চৌকিতে আলপনা দিয়ে নিন।
৩) নানা আলো ও প্রদীপ দিয়ে সার বাড়ি সাজিয়ে তুলুন। একটা সুন্দর পরিবেশ তৈরী হবে।
৪) লক্ষ্মী পুজোয় ঘর সাজানোতে ফুলের ব্যবহার করতে ভুলবেন না যেন। কমলা, হলুদ গাঁদা ফুলের চেন কিনে এনে সেই দিয়ে অনায়াসে সাজিয়ে ফেলতে পারেন বাড়ির বাইরে থেকে অন্দরমহল।
৫) বাড়িয়ে সুগন্ধি আতর ও ধূপ ব্যবহার করবেন।