দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো মানেই বাঙালিয়ানাকে
চেটেপুঁটে উপলব্ধি করা, আর খাওয়া-দাওয়া ছাড়া তা কখনই পরিপূর্ণ হয় না। তাই এক নতুন ঠিকানার
সন্ধান নিয়ে হাজির O2। এবার শহরে হাজির চারতারা হোটেল ‘সুট’। কলকাতা বিমানবন্দর থেকে
ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এই সুট।
সম্প্রতি গত শুক্রবার এই হোটেলের উদ্বোধন অনুষ্ঠানে হাজির
হয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, কাউন্সিলার
দেবরাজ চক্রবর্তী, O2-এর কর্ণধার অনীল লোহারুকা এবং অনীশা লোহারুকা, সৃজা লোহারুকার
মতো ব্যক্তিত্বরা।
এই হোটেলের রেস্তরাঁগুলোয় রয়েছে নানা দেশের খাবারের খাজানা। রয়েছে ৫৬ জন বসার মতো মাল্টিকুজেন রেস্তরাঁ।
যার নাম ভেনেজিয়া। রয়েছে ক্যাফিন, দ্য ড্রাঙ্কেন মাঙ্কি নামের একটি পাব। রয়েছে রুফটপ
পুল বার। এছাড়াও স্পা এবং জিম তো রয়েইছে। শুধু তাই নয়, রয়েছে তিনটি বিশালমাপের ব্যাঙ্কুয়েট
হল।
পুজোর কথা মাথায় রেখে বাঙালি খাবারের মেনু দিয়ে সাজানো হয়েছে সুটের রান্নাঘর। মেনুতে রয়েছে ঝিঙে পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, নানা স্বাদের মাছ, পাঁঠার মাংস, মুরগীর মাংস, লুচি, রকমারি মিষ্টি, দই সহ বাঙালিয়ানায় ভরপুর নানা খাবারের সম্ভার।