হুগলি, ২২ অক্টোবর : বাইরে সমুদ্র উথালপাতাল, ভিতরে ঢুকলে মনে হবে সমুদ্রের গভীরে প্রবেশ করছি। ধারাযাপন থিমে চমক দিতে প্রস্তুত উত্তরপাড়ার বলাকা।
হুগলি জেলার বড় পুজো গুলোর মধ্যে অন্যতম উত্তরপাড়ার বলাকা এবার তাদের ১০৮ তম বর্ষ। প্রায় সাঁইত্রিশ লক্ষ টাকা বাজেটের পুজোয় থাকছে মন্ডপ সজ্জায় চমক। পূর্ব মেদিনীপুরের তমলুকের শিল্পীরা ধারাযাপন থিমের রূপদান করেছেন।
সমুদ্রের তলায় বহু প্রানীর বাস, প্রবাল, ক্যাকটাস যেমন আছে তেমনি বিভিন্ন প্রজাতির মাছ, সি হর্স, অক্টোপাস থেকে হাঙর, তিমি। বিশ্ব উষ্ণায়নের ফলে সেই সমুদ্রের জল দূষণ বাড়ছে। প্লাস্টিকের ব্যবহার মানুষের সভ্যতাকে যেমন সংকটে ফেলছে, তেমনই সেই সব জলজ প্রাণীর জীবন ধারন সংকটে পড়ছে। এই সবই তুলে ধরা হয়েছে এবার উত্তরপাড়ার বলাকার পুজোয়।
সমুদ্রের তলায় বহু প্রানীর বাস, প্রবাল, ক্যাকটাস যেমন আছে তেমনি বিভিন্ন প্রজাতির মাছ, সি হর্স, অক্টোপাস থেকে হাঙর, তিমি। বিশ্ব উষ্ণায়নের ফলে সেই সমুদ্রের জল দূষণ বাড়ছে। প্লাস্টিকের ব্যবহার মানুষের সভ্যতাকে যেমন সংকটে ফেলছে, তেমনই সেই সব জলজ প্রাণীর জীবন ধারন সংকটে পড়ছে।সমু্দ্রের পারে মৎসজীবীরা থাকেন যারা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করেন। তাঁদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে থিমে।