Festival and celebrations

1 year ago

Kali Puja 2023: উত্তর কলকাতার সিদ্ধেশ্বরী কালী ঘিরে রয়েছে এক অনন্য ইতিহাস

Siddhweshwari Kali in North kolkata (File Picture)
Siddhweshwari Kali in North kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণেশ্বরের ঠাকুর একবার এই মন্দির সম্পর্কে বলেছিলেন, ''”ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন।” উত্তর কলকাতার কুমোরটুলির কাছে রবীন্দ্র সরণিতে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। কথিত আছে, প্রায় ৫০০ বছর আগে তপস্বী কালীবর নামের এক শক্তি উপাসক হিমালয়ের কোনও এক গুহায় উপাসনা করতেন। একদিন স্বপ্নাদেশ পান তিনি। দেবী কালী তাঁকে বলেন, গঙ্গার তীরের এক জঙ্গলে পড়ে রয়েছেন তিনি। তাঁকে সেখানেই পুজোর আদেশ দেন কালী (Kali Puja) । সেই স্বপ্নাদেশকে পাথেয় করে কালীবর চলে আসেন বাগবাজারের গঙ্গাপাড়ে। সেখানেই এক হোগলা বনের মধ্যে তিনি শুরু করেন দেবীর উপাসনা। ভক্তের পুজোয় তুষ্ট হন দেবী। তাঁর নির্দেশেই ওই স্থানেরই বেতবনে বসে কালীর মূর্তি। সেই দেবীর নাম হয় সিদ্ধেশ্বরী কালী।

You might also like!