দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্কঃ- কথিত আছে, যাহাই কালী, তাহাই কৃষ্ণ। আর সেই রুপেই প্রায় ১০ বছর ধরে
পূজিতা হন মা কালী। নদীয়ার হোগালবেড়িয়া থানার অন্তর্গত সেন পাড়া গ্রামে অধিষ্ঠিত
রয়েছেন কৃষ্ণকালী মাতা। বছরের প্রত্যেকদিন নিত্য সেবা হলেও কালীপুজোর অর্থাৎ দীপান্বিতা
অমাবস্যার সময় এখানে করা হয় বিশেষ পুজো। একই সঙ্গে করা হয় প্রথমে কৃষ্ণের এবং পরে
মা কালীর পুজো করা হয় ওই দিনে।
স্থানীয় সূত্রে খবর, ২০১৪
সালে এলাকারই এক বাসিন্দা জয়দেব মন্ডলের স্বপ্ন আদেশের পরে গ্রামবাসী ও ভক্তদের দানেই
এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে অধিষ্ঠিত মূর্তির রয়েছে এক হাতে খর্গ, অন্য
হাতে পদ্ম এবং অন্য দুই হাতে বাঁশি। অর্থাৎ মা কালী ও শ্রীকৃষ্ণের যুগল বন্ধন যাকে
হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় কৃষ্ণকালী মাতা।