কলকাতা, ৯ অক্টোবর: শারোদৎসবে বরাবরই নজর কাড়ে উত্তর কলকাতার পুজো মণ্ডপগুলি, উত্তর কলকাতার অনেক পুজোর মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীনের পুজো। এবার এই পুজো ৯০-তম বর্ষে পদার্পণ করেছে। ৯০-তম বর্ষে বিশেষ আকর্ষণ 'প্রকরণ'। পুজো উদ্যোক্তাদের মতে, এই আকর্ষণ দেখতে অবশ্যই ভিড় জমাবেন দর্শনার্থীরা।
উত্তর কলকাতা মানেই গা ঘেষাঘেষি পুরোনো বাড়ি। যদিও, সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যের বাড়িগুলি। দিনে দিনে জায়গা দখল করছে ফ্ল্যাট। উত্তরে নটি বিনোদিনী বাড়ির ঐতিহ্য বহন করে এই হাতিবাগান। এ বার তাদের থিমেও উঠে এল উত্তরের হারিয়ে যাওয়া বাড়ি। সম্পাদক শ্বাসত বসু বলেছেন, এই বছর তাঁদের পুজো ৯০-তম বর্ষে পদার্পণ করেছে। কালের নিয়মে হয়তো বাড়িগুলি ভেঙে যাবে, কিন্তু এই বাড়িগুলির বিশেষ বৈশিষ্ট আছে, তাই তুলে ধরা হয়েছে পুজোয়।