Festival and celebrations

7 hours ago

Durga Puja 2024: রাজ্যের বুকে ১১২ ফুটের দুর্গা! অনুমতি না মেলায় হাইকোর্টে ছুটতে হল ক্লাবকে

112 feet Durga
112 feet Durga

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা মনে কেড়েছিল আট থেকে আশির। এবার সেই ধাঁচের ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে  নদিয়ার রানাঘাটের অভিযান সঙ্ঘ পুজো কমিটি। পুজো শুরু আর মাত্র ১৮ দিন বাকি, তাই মণ্ডপে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পরিস্থিতিতে পুলিশি অনুমতি না পাওয়ায় হাইকোর্টে ছুটতে হল ক্লাব কমিটিকে।

পুজোর অনুমতি চেয়ে আদালতে মামলা দায়েরের আবেদন জানানো হয়। আবেদনের ভিত্তিতে শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। উদ্যোক্তাদের দাবি, বহুদিন থেকেই তারা প্রস্তুতি নিচ্ছেন। এখন সবকিছু শেষ পর্যায়ে। এ বছর তারা ১১২ ফুটের দুর্গাপ্রতিমা তৈরিতে উদ্যোগী হয়েছে যা এ রাজ্যে আগে কোনো ক্লাবে হয়নি। অভিযোগ, পুলিশ তাদের পুজোয় অনুমতি দিচ্ছে না।

শুক্রবার মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, ''এত বড় মা দুর্গার মূর্তি আগে বাংলার কোথাও হয়নি। এই পুজো হলে এক নতুন নজির গড়বে রানাঘাটের ওই পুজো কমিটি।'' পাল্টা পুজোর অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের দাবি, ১১২ ফুটের দুর্গা মূর্তি তৈরী হলে তা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। সে ক্ষেত্রে পদপিষ্ট হওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে কোনোরকম বিশৃঙ্খলা হোক সেই ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। 

You might also like!