Entertainment

1 year ago

Jeetu Kamal: বাংলাদেশে পকেটমারির কবলে জিতু! কি বললেন অভিনেতা!

Win in the hands of pickpockets in Bangladesh! What did the actor say!
Win in the hands of pickpockets in Bangladesh! What did the actor say!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটপর্দায় কাজ করার পাশাপাশি এখন বাংলা ছবিতেও জমিয়ে কাজ করছেন জিতু কামাল। ছবিতে তাঁর জার্নি শুরু হয় সত্যজিত রায়ের 'অপরাজিত' দিয়ে। সম্প্রতি 'মানুষ' ছবিতে নেতিবাচক নায়কের চরিত্রে দেখা মিলেছে জিতুর। 

সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের ফাঁকে পড়শি বাংলাদেশ যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন  জিতু।  তবে বাংলাদেশে গিয়ে কাজের ইচ্ছে থাকলেও, ঢাকা নিয়ে বেশ একটা ভয় কাজ করে জিতুর মনে! কারণ বছরকয়েক আগে ঘটা এক খারাপ অভিজ্ঞতা। এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানান, ২০১৭ সালে বাংলাদেশে গিয়েছিলেন ক্রিকেট খেলতে। সেই সময় একটা মেলায় গিয়ে পকেটমারি হয়ে যায়। যার ফলে হয়ে যায় পকেট পুরো ফাঁকা। মহাবিপদে পড়েছিলেন সেইসময়।

You might also like!