Entertainment

1 year ago

Mimi Chakraborty: 'বিয়ে কবে করছেন'? কী জানালেন মিমি?

Mimi Chakraborty
Mimi Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ায় তাঁকে নিয়ে নানা কানাঘুষো চলেই। কিন্তু নিজের লাভ লাইফ নিয়ে চুপ অভিনেতা মিমি চক্রবর্তী। ভক্তদের মনে সেই কবে থেকে ঘুরপাক খাচ্ছে মিমি বিয়ে করবেন কবে? এবার, তা খোলসা করলেন অভিনেত্রী।

এক সময় রাজ চক্রবর্তীর সঙ্গে গভীর প্রেম ছিল মিমির। সিনেমার কাজ একসঙ্গে করতেন, তার বাইরেও একসঙ্গে দেখা যেত রাজ-মিমিকে। কিন্তু এখন সে সব অতীত। রাজও নিজের জীবনে ঘোর সংসারী। মিমি বিয়ে কবে করছেন?

সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন, উত্তর খেলায় মেতেছিলেন অভিনেত্রী। সেখানেই এল ভক্তের প্রশ্ন, উত্তরে মিমি লিখলেন “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার। অর্থাৎ, এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন না। অগত্যা মিমি অনুরাগীদের অপেক্ষাই করতে হবে আপাতত।


You might also like!