West Bengal

8 hours ago

Kasbar College Incident :কসবার কলেজে তদন্তকারীরা, ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ

3 accused in Kasba gang rape case
3 accused in Kasba gang rape case

 

কলকাতা, ৪ জুলাই : কসবা 'গণধর্ষণ' কাণ্ডে মনোজিৎ সহ ৪ অভিযুক্তকে ল' কলেজে নিয়ে গেল পুলিশ। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। মনোজিৎদের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুম ও গার্ডরুমে।

শুক্রবার ভোর ৪টে নাগাদ মনোজিৎ, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যয় ও নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় কলেজে। মনোজিৎদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। গত ২৫ তারিখ কসবায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।

প্রথমে তিন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদকে। তাদের আনার ১০ মিনিট পর অর্থাৎ ঘটনার দিন অর্থাৎ ২৫ তারিখে রাত ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ডিউটিতে থাকা সেই রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয়।

এই চারজনকে নিয়ে ৪টে থেকে ৮টা ২১ মিনিট পর্যন্ত, অর্থাৎ চার ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপর তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান।

You might also like!