Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

2 months ago

Jaswinder bhalla:সিনেমা ও টেলিভিশন জগতে শোকের ছায়া, প্রয়াত কমেডিয়ান জসবিন্দর ভাল্লা

comedian jaswinder bhalla passes away
comedian jaswinder bhalla passes away

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :শুক্রবার ভোরেই এল দুঃসংবাদ। না-ফেরার দেশে পাড়ি জমালেন পঞ্জাবি চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জসবিন্দর ভাল্লা। ৯০-এর দশক থেকে তিনি পঞ্জাবি কমেডি জগতের পরিচিত ও প্রিয় মুখ হিসেবে দর্শকের হৃদয় জয় করেছিলেন। সাম্প্রতিক কালে ‘ক্যারি অন জাট্টা’ সিরিজে ‘অ্যাডভোকেট ধিলোঁ’-এর চরিত্রে অভিনয় করে আবারও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শুধু তাই নয়, জাট অ্যান্ড জুলিয়েট-সহ আরও বহু হিট সিনেমা ও সিরিয়ালে তাঁর অসাধারণ উপস্থিতি দর্শকদের মনে আজও অম্লান।

পঞ্জাবি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা জসবিন্দর শুক্রবার ভোরে মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার, ২৩ অগাস্ট মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কপিল শর্মার শো-তেও একবার উপস্থিত হয়েছিলেন প্রবীণ এই অভিনেতা ৷ সেই অনুষ্ঠানে কপিল জানিয়েছিলেন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন সেখানে জসবিন্দর ভল্লার অনেক বড় অবদান রয়েছে ৷ কারণ কমেডি কীভাবে করতে হয়, ‘পাঞ্চ লাইন’ কীভাবে মারতে হয়, কমেডি করার সময় টাইমিং ঠিক রাখা ইত্যাদি সবকিছুই তিনি জসবিন্দর ভাল্লার কাছ থেকে শিখেছেন ৷ জসবিন্দরকে নিজের ‘গুরু’ বলে শোয়ে সম্বোধন করেছিলেন কপিল শর্মা ৷

You might also like!