Entertainment

1 year ago

Priyanka Chopra: পরিচালক তাঁর অন্তর্বাস দেখবেন! এ হেন অনৈতিক দাবিতে একবার হিন্দি ছবি ছেড়ে দেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra (Symbolic Picture)
Priyanka Chopra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড থেকে হলিউডের জলি অভিনেত্রী প্রিয়াঙ্কা। গোঁড়ার দিকে তাঁকেও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। জানা যায় একটি ছবিতে ডিরেক্টরের অনৈতিক দাবি তাঁকে তাঁর অন্তর্বাস দেখাতে হবে। এই ঘটনার প্রতিবাদ করেন প্রিয়াঙ্কা, এবং ছেড়ে দেন সেই ছবি।  

অভিনেত্রীর মুখ থেকে শোনা যায়, "পরিচালকের বক্তব্য ছিল তিনি এই ছবিকে এক অন্য মাত্রা দিতে চেয়েছিলেন, তাই  আমার তার অন্তর্বাস দেখতে হবে। নইলে কেউ এই সিনেমা দেখতে আসবে কেন?” তবে কে এই পরিচালক? সেই সম্পর্কে মুখ খোলেননি অভিনেত্রী।

You might also like!