দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' মুক্তি পেয়েছে ১১ অগাস্ট। তবে এই ছবিকে ঘিরে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে দেবকে। তবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবি খুব বেশি পাওয়া যায় না বলে দেবকে কিছুটা হলেও ছাড় দিয়েছেন ‘ট্রোল’ বাহিনী।
এক মিনিটের প্রি-টিজারে দেব স্ব-মহিমায় সেখানে সংলাপ থেকে শুরু করে তাঁর অ্যাকশন অবতার— দর্শকদের কৌতূহল ধরে রাখে। পরাধীন ভারতের প্রেক্ষাপটে ব্রিটিশদের অত্যাচারের ছবিও সেখানে ধরা পড়েছে। তবে আলাদা করে নজর কাড়ে প্রি টিজ়ারের আবহ সঙ্গীত। দেবের মুখে ‘বন্দেমাতরম’, আবহ সঙ্গীত সব মিলিয়ে দক্ষিণী হাওয়ার কথা মনে করায়। উল্লেখ্য, পরিচালক শুরু থেকেই ছবির ভিএফএক্স-এর উপরে জোর দিয়েছিলেন। সেখানে প্রি টিজ়ারে কিন্তু দেবের বিপরীতে গ্রাফিক্সের বাঘের দর্শনও মিলেছে।