Entertainment

1 month ago

Deepika Padukone :অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা, জানালেন নামও

Deepika Padukone
Deepika Padukone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-এ যেন উৎসবের চমক, বড় উপহার দীপিকার ভক্তদের জন্য। দীপাবলিতে প্রকাশ্যে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যার প্রথম ছবি ও নাম। মাস দুয়েক আগে মা হয়েছেন দীপিকা। তবে এত দিন তাঁরা প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি ও নাম।

আজ প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। তবে মুখের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। লাল কাপড়ের ওপর শুয়ে রয়েছে জরির কাজ করা পাজামা পরা দুটি পা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।’মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, দীপিকা তাঁর মেয়ের জন্য কোনো সহকারি রাখেননি। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। সন্তানকে নিয়ে ঘরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা।সেখানে লেখা ছিল, ‘খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।’ বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সব কাজ করছেন।অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও শুটিং করেছেন দীপিকা। সেই সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে।গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা হন দীপিকা। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কোল আলো করে আসে কন্যাসন্তান।

You might also like!