Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Entertainment

8 months ago

The Great Indian Kapil Show: বিশ্বকবিকে অপমানের অভিযোগ কপিলের বিরুদ্ধে, আদালতে যাচ্ছে শ্রীজাত !

Srijat to go to court against Kapil
Srijat to go to court against Kapil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার বাইরে অনেকেই সুযোগ পেলে বাংলা তথা বাঙালিদের অপমান করতে ছাড়ে না। কিন্তু সেই অপমান যখন রবীন্দ্রনাথকে করা হয়, তখন তো বাঙালি সমাজ ক্ষুব্ধ হবেই। সম্প্রতি কপিল শর্মার একটি শো -'The Great Indian Kapil Show’ শুরু হয়েছে। আর সেই শোতেই রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলার কবি শ্রীজাত। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি নতুন পর্ব তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন ও অন্যান্যরা। পর্বের মাঝামাঝি সময়ে শোয়ের সহকারী শিল্পী ক্রুষ্ণা অভিষেক কাজলকে দেখে ‘একলা চলো রে গানটি নিয়ে ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন। তাঁর সেই শরীরী অঙ্গ-ভঙ্গি নিয়েই ক্ষুব্ধ হয়েছেন শ্রীজাত। এটা শুধুই শ্রীজাত নয়, সমস্ত বাঙালি তথা ভারতীয় সুস্থ মানুষকেই আঘাত করবে।

এই বিষয় নিয়ে শ্রীজাত লিখেছেন 'সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। শ্রীজাত আরও লেখেন, ‘দিন সাতেক সময় দিলাম। ক্ষমা না চাইলে কপিলের শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা হয়েছে।

You might also like!