Entertainment

1 month ago

Srimoyee-Kanchan: দীপাবলির আলোয় লক্ষ্মী এল কাঞ্চনের ঘরে! জানেন শ্রীময়ী-কাঞ্চনের মেয়ের নাম কি?

Srimoyee-Kanchan
Srimoyee-Kanchan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দ্বিতীয়বারের জন্য বাবা হলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। দিপাবলির আলোয় কন্যা সন্তানের জন্ম দিলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের ৯ মাসের মাথায় লক্ষ্মী এল কাঞ্চনের ঘরে।

শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। এতে আপ্লূত কাঞ্চন মল্লিক মেয়ের নাম রাখেন কৃশবি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।

গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ে নিয়ে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। এবার বিয়ের ৯ মাস মাথায় জীবনের সেরা উপহার পেলেন তারকা দম্পতি।

You might also like!