Country

4 weeks ago

New Delhi: ধোঁয়াশায় মোড়া দিল্লি-এনসিআর; দূষণ বাড়ছে দিল্লিতেও, একই অবস্থা মুম্বইয়েও

New Delhi
New Delhi

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর: দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা এখনও বায়ুদূষণের কবলে। এবার দূষণ বাড়ছে উত্তর প্রদেশেও, সোমবার সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল বাণিজ্যনগরী মুম্বই। সোমবার সকালে দিল্লি, নয়ডা, গুরুগ্রামের মতো বেশ কয়েকটি জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান ‘খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিগত কয়েকদিনের মতো এদিনও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি।

আবার উত্তর প্রদেশের মোরাদাবাদও ধোঁয়াশাচ্ছন্ন ছিল। সেখানে দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যায়। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সোমবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, মুনিরকা, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। আনন্দ বিহার ও অক্ষরধাম মন্দির এলাকায় একিউআই ছিল ৩৫৭।

You might also like!