দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনয়ের জগতে এসেও হারিয়ে গেলেন সোহিনী। কে এই সোহিনী? টলিউডের সুপারস্টার তাপস পাল। পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' ছবি দিয়ে টলিউডে অভিনয় শুরু। তারপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। 'বলিদান', 'গুরুদক্ষিণা', র মতো সুপারহিট ছবি ছিল তার ঝুলিতে। বলি নায়িকা মাধুরী দীক্ষিতের বিপরীতে 'অবোধ' ছবিতে অভিনয় করেছিলেন তাপস। ফিল্ম ফেয়ার পুরস্কারে সম্মানিত অভিনেতা। কিন্তু তার কন্যা হয়েও ইন্ড্রাস্ট্রিতে জায়গা করে নিতে পারেন নি সোহিনী।
সোহিনী পাল। টলিউডের তারকাসন্তান। ২০০৯ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'জ্যাকপট' ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপর অভিনয়ের জগৎ থেকে ক্রমে দূরে সরে যান অভিনেত্রী।