পানীয় জলের দাবিতে ফের বিক্ষোভ পঞ্চায়েত দপ্তর ঘেরাও। পানীয় জলের দাবিতে পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। জামুরিয়ার হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের সামনে চলে বিক্ষোভ।বিজেপির বিক্ষোভকে ঘিরে পঞ্চায়েত দপ্তরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। দেখানোর পর বিজেপির একটি প্রতিনিধি দল কয়েক দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেন। পরে বিক্ষোভ তুলে নেওয়ার আগে আগামী এক মাসের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের আমার হুঁশিয়ারি বিজেপির। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই জামুরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না এলাকার মানুষ। পানীয় জলের নল থেকে বেরিয়ে আসছে কাদাযুক্ত জল। পানিয়ের অযোগ্য এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বহু মানুষ। হিজল পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গরবী বাউরী জানিয়েছেন, তাদের জায়গা থেকে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে সবটাই তাদের হাতে নেই। জামুরিয়ার বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকটের কথা তিনি স্বীকারও করেছেন। এলাকার সমস্যার কথা তিনি ঊর্ধ্বতন এর কাছে তুলে ধরে কি ব্যবস্থা নেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।