দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাদাম বাদাম’ গান গেয়ে বাদাম কাকু যেমন সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিলেন, ঠিক তেমনি সেই গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় প্রথম ভাইরাল হন অঞ্জলি আরোরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভাবেই তো উড়তি অনেক নায়ক নায়িকারা চলে আসেন আমাদের প্রত্যেকের চোখের সামনে। তবে তারা কতদিন স্থায়ী থাকছেন সেটা হয়তো একটা প্রশ্নের ব্যাপার, কিন্তু যদি চট করে মানুষের চোখের সামনে আসতে হয়, তাহলে সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে সাহায্য আপনাকে নিতেই হবে।
সম্প্রতি অঞ্জলি অরোরার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, তার শরীরের উপরের অংশে কিছুই নেই অর্থাৎ তিনি ওপরের অংশকে একেবারে অনাবৃত করে ছবি তুলেছেন। গলায় শুধু চেইন সুন্দর করে চুল বাঁধা এবং ঠোঁটে গ্লসি লিপস্টিক আবহাওয়াটাকে বেশ একেবারে গরমাগরম করে তুলেছে। ছবি দেওয়ার পরে একেবারে তার অনুরাগীরা ছবিটির ওপরে ঝাঁপিয়ে পড়েছে, এমন সুন্দর ছবি দেখে কার না ভালো লাগে। বিশেষ করে পুরুষ মন ঘায়েল করতে এমন ছবিই তো প্রয়োজন। তবে শেষ ছবিতে বোঝা গিয়েছে, তার পরনে ছিল পোশাক, কিন্তু ছবি তোলার ভঙ্গিতে তা ধরা পড়েনি ক্যামেরায়।
ঘরে বসেই নাচ, গান করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি শুরু হয়েছিল, গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের মধ্যে গৃহবন্দি হয়ে পড়েছিল সেই সময়। যখন মানুষের করার আর কিছুই ছিল না, তখন নিজের প্রতিভাকে খানিকটা ঝালিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছিলেন, আর সেই সময় অনেকেই ভাইরাল হয়ে গেছেন, সোশ্যাল মিডিয়ার পর্দায়। রানু মন্ডল থেকে শুরু করে বাদাম কাকু কেউ বাদ নেই। বাদাম কাকুর ‘বাদাম বাদাম’ গানের সঙ্গে কোমর দুলিয়ে অঞ্জলি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছেন। তবে আর দেরি কেন চটপট দেখে ফেলুন অসাধারণ এই ছবি-