Entertainment

1 year ago

Rickey Kej : তৃতীয়বার গ্র্যামি জিতলেন ভারতের রিকি কেজ, সঙ্গীতশিল্পীকে অভিনন্দন অনুরাগ ঠাকুরের

Ricky Kej
Ricky Kej

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : একমাত্র ভারতীয় হিসেবে তৃতীয়বার গ্র্যামি পুরষ্কার জিতলেন ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ। তাঁর ডিভাইন টাইডস অ্যালবামের জন্য এই বছর তিনি গ্র্যামি পুরষ্কার পেলেন। সেরা মগ্ন করে দেওয়ার মত অ্যালবাম বিভাগে এই পুরষ্কার জিতেছেন তিনি। ২০১৫ সালে রিকি নিজের প্রথম গ্র্যামিটি জিতেছিলেন। গত বছর দ্বিতীয়বার গ্র্যামি জেতেন। তিনি আইকনিক ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টেয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন।

উল্লেখ্য, ডিভাইন টাইডস অ্যালবামে বসুধৈব কুটুম্বকম অর্থাত্ বিশ্ব এক পরিবারের ভাবনাকে শ্রদ্ধা জানানো হয়েছে। ৯টি গান ও ৮টি মিউজিক ভিডিও-তে ভারতের হিমালয় থেকে স্পেনের তুষারাবৃত জঙ্গলের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। এক বিবৃতিতে রিকি কেজ বিশ্ব সঙ্গীতের এই সর্ববৃহৎ মঞ্চে দেশকে গর্বিত করতে পেরে তাঁর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। রিকি সর্বকনিষ্ঠ এবং চতুর্থ ভারতীয় হিসেবে গ্র‍্যামি জিতলেন। এক ট্যুইট বার্তায় রিকি তাঁর এই সম্মান সমগ্র ভারতবাসীকে উৎসর্গ করেছেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গ্র্যামি জয়ের জন্য রিকি কেজকে অভিনন্দন জানিয়েছেন। পরিবেশের সঙ্গে জীবনের ঐক্যের বার্তা রিকির সুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।


You might also like!