Entertainment

1 year ago

Srilekha Mitra : ফাইনালে ব্রাত্য কপিল! ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

Srilekha Mitra (File Picture)
Srilekha Mitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ তিনি পাননি দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ক্রিকেটপ্রেমী থেকে সাধারন মানুষ অনেকেই বিরক্ত। এ ব্যাপারে শ্রীলেখা মিত্রও বেশ ক্ষুব্ধ। সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেই বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। একথা এক নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান কপিল দেব। কিংবদন্তি ক্রিকেটার বলেন, “আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনই করেনি। তাই আমি আর যাইনি। আমি চেয়েছিলাম ৮৩-র গোটা দলটা যেন সেখানে উপস্থিত থাকে। তবে এটা বড় একটা যজ্ঞ। বিভিন্ন ইভেন্ট সামাল দিতে ব্যস্ত সবাই। কখনও কখনও ভুল হয়ে যায়।”

দেশে প্রথম বিশ্বকাপ আনা অধিনায়কের প্রত্যেক কথায় যেন ছিল তীব্র অভিমান। তাতেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। শ্রীলেখা মিত্র লেখেন, “স্যার নিশ্চয়ই আপনার 'পি আর' স্কিল খারাপ, ইনস্টাতে লক্ষ লক্ষ ফলোয়ার নেই বা রাজনৈতিক ব্যাক আপ নেই… অতএব সহ্য করুন স্যার মানুষের স্মৃতিশক্তি এখন প্রবল ক্ষীণ… আর হ্যাঁ, চিন্তা নেই স্যার আপনি মারা গেলে এই লোকগুলোই সবার আগে পৌঁছবে। 

উল্লেখ্য, রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আশা ভোঁসলের মতো বলিউড তারকারা। গ্যালারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা যায়। কিন্তু ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি ছিলেন না। ম্যাচ শুরুর আগে মাঠে কাপ নিয়ে গিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। 

You might also like!