দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইদের দিন বলিউডে মুক্তি পেয়েছিল দুটি বহু প্রতীক্ষিত ছবি। আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় ও টাইগারের অ্যাকশন থ্রিলার ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং অজয় দেবগনের স্পোর্টস ড্রামা ‘ময়দান’। দুটির ছবির জন্যই কার্যত অপেক্ষায় ছিলেন দর্শকেরা।
প্রথম থেকেই ‘ময়দান’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল ছিল চোখে পড়ার মতো। কিন্তু অক্ষয় টাইগারের যুগলবন্দীর কাছে বক্সঅফিসে খানিকটা ফিকে হয়ে গিয়েছে অজয়ের ফুটবল নস্টালজিয়া।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk.com-এর মতে, প্রথম দিনেই বিশ্বব্যাপী ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র আয় ৩৩.৩৩ কোটি টাকা, এবং ভারতে এই ছবি ব্যবসা করেছে ১৫.৫০ কোটি টাকার।
অন্যদিকে অজয়ের ‘ময়দান’ বক্স অফিসে একটু ধীর গতিতেই শুরু করেছে। এত হাইপ থাকা সত্ত্বেও উদ্বোধনী দিনে মাত্র ৭.১০ কোটি টাকা আয় করেছে অজয়ের ময়দান।