দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রিয় ‘ঋতুদা’কে খোলা চিঠি লিখলেন অপরাজিতা আঢ্য। এখনও ঋতুপর্ণর এই চলে যাওয়াকে মেনে নিতে পারেন না তিনি। অপরাজিতা ঋতুপর্ণর সঙ্গে দুটি ছবির কোলাজ সোশাল মিডিয়ায় শেয়ার করেন। এবং ছবির উপরিভাগে ক্যাপশন যোগ করে লেখেন, “শেষ নেই তোমার যেনো, এ জীবন আবহমান…”, নিচের অংশে “ভালো থেকে ঋতুদা, আমি ঠিক আছি।” ছবির ক্যাপশনে প্রয়াত পরিচালকের উদ্দেশে অভিনেত্রী লেখেন, “কতদিন হয়ে গেল তাই না ঋতুদা? আমায় তোমার মনে আছে এখনও…? আমার কিন্তু তোমায় রোজ মনে পড়ে। অ্যাকশন কাটের জগত পেরিয়ে তুমি আমায় অন্তরে অন্তরে ভাবিয়ে তোলো।”
অপরাজিতা আরও লেখেন, “অভিভাবক, বন্ধু, পরিচালক সব কিছু পেরিয়ে, সেই মানুষটাকে খুঁজি সিনেমা পাড়ার কোনায় কোনায়। সেই যে আমায় সাহস দিয়েছিল এগিয়ে যাওয়ার, সেই মানুষ যার সঙ্গে দেখা হলেই মন খুশি, অপরিসীম পরিপূর্ণতা… কোথায়? কোথায়, কোথায় সেই মানুষ? সেই তুমি…এখন তোমার অপা অনেক বড় হয়ে গেছে ঋতুদা, সেই ছোটটি নেই জানো তো।। আমি ঠিক আছি, যেখানেই থাকো ভালো থেকো।”