Entertainment

1 year ago

Anusha Viswanathan: প্রেম করছেন অনুষা! মনের মানুষ নাকি টলিপাড়ারই নায়ক

Anusha Viswanathan
Anusha Viswanathan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেলেবদের প্রেমের কহবর টলিপাড়ায় চাপা থাকে না। শোনা যাচ্ছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন নাকি প্রেম করছেন টালিগঞ্জেরই এক নায়কের সঙ্গে। ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আনছেন না দুজনের কেউই। এমন কী সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে একটাও ছবি নেই তাঁদের।

অনুষা অল্প দিনেই টলি এবং টেলি পাড়ায় নাম করে ফেলেছেন। একাধিক সিনেমা, সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এখন আবার ধারাবাহিক 'জল থৈ থৈ ভালবাসায়' তোতা হিসেবে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তাঁর জীবনেই নতুন প্রেম। মনের মানুষ নাকি পরিচালক-অভিনেতা আদিত্য সেনগুপ্ত।

সম্পর্কের কথা আড়াল রাখছেন দুজনেই, স্বীকার করছেন না প্রকাশ্যে। এবার দুজনের মধ্যে জল থৈ থৈ ভালবাসা কতটা শরত-হেমন্ত পেরিয়ে বসন্তের দিকে এগোয় সেটাই দেখার।


You might also like!