কলকাতা, ৩১ আগস্ট: অকালেই মেয়েকে হারালেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি এবং হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈশালী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।
হাসপাতাল সূত্রের খবর, বড়সড় হার্ট অ্যাটাক হয় বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেল না। অকালেই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। বৈশালী হলেন দীপঙ্করের বড় মেয়ে।