Breaking News

 

Entertainment

2 months ago

Huma Qureshi:বলিউডে ফের চাঞ্চল্য! খুন হলেন জনপ্রিয় অভিনেত্রীর ভাই, তদন্তে নেমেছে পুলিশ

Bollywood crime news
Bollywood crime news

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বলিউড অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে ফের নেমে এল শোকের ছায়া। গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে বিবাদের জেরে খুন হলেন তাঁর তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। নিহত আসিফের বয়স ছিল ৪২ বছর। জানা গিয়েছে, সামান্য পার্কিং সংক্রান্ত ঝামেলা থেকেই শুরু হয় বচসা, যা শেষ পর্যন্ত ভয়ানক সংঘর্ষে পরিণত হয়।

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তাঁরা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর হাতাহাতি শুরু হয়। কিছু ক্ষণ পরে তাঁরা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তাঁরা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তাঁর দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।

হুমার ভাইয়ের এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাঁদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।”

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তাঁর ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ প্রথম স্ত্রী শাহিনের। তিনি বলেছেন, "আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।" অভিনেত্রী হুমা কুরেশির তরফ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি এই বিষয়ে।



You might also like!