নয়াদিল্লি, ২০ অক্টোবর : দীপাবলির সকালে বিষাক্ত বাতাসে ঢেকে গেল দেশের রাজধানী। বাজির ধোঁয়ায় সোমবার সকালে রাজধানী দিল্লির বায়ুর গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) নেমে যায় 'অতি খারাপ' পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান ছিল ৩৩৫। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে অধিকাংশ জায়গায় বায়ুর গুণমান ৩০০-র উপরে। আনন্দ বিহারে তা ৪০০ পার করেছে। শুধুমাত্র শ্রীঅরবিন্দ মার্গ ও দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে বায়ুর মান ছিল 'মাঝারি', অর্থাৎ ২০০-র নীচে।