Entertainment

1 year ago

Dev Anand : দেব আনন্দের ১০০বছর, স্মরণ করলেন নরেন্দ্র মোদী

Narendra Modi(File PIcture)
Narendra Modi(File PIcture)

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ  দেব আনন্দের শততম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে মঙ্গবার প্রধানমন্ত্রী লিখেছেন,“ দেব আনন্দ জিকে চিরসবুজ আইকন হিসাবে স্মরণ করা হয়। গল্প বলার প্রতি তাঁর স্বভাব এবং সিনেমার প্রতি অনুরাগ ছিল তুলনাহীন। তাঁর চলচ্চিত্রগুলি কেবল বিনোদনই দেয়নি বরং ভারতের পরিবর্তিত সমাজ ও আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করেছে।

তাঁর কালজয়ী অভিনয় প্রজন্মকে প্রভাবিত করে চলেছে। তাঁর শততম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি।“

You might also like!