Country

3 days ago

Fire at Nurses Hostel in Madurai: মাদুরাইয়ে নার্সেস হোস্টেলে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

Fire at Nurses Hostel in Madurai
Fire at Nurses Hostel in Madurai

 

মাদুরাই, ৩১ ডিসেম্বর : তামিলনাড়ুর মাদুরাইয়ে আগুন লাগল নার্সেস হোস্টেলে। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মাদুরাইয়ের কে পুদুরে ওল্ড ভারতী হাসপাতাল ভবনে আগুন লাগে। ওই ভবনের তিনতলায় রয়েছে নার্সেস হোস্টেল। সেখানেই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!