Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার, মার্চ ১৫ ,২০২৩ )

top 10 news২
top 10 news২

 

১. চরম ক্ষুব্ধ, ফাঁকা চেয়ারেও উষ্মা

ডিএ নিয়ে প্রতিবাদে এমনিতেই চাপে রাজ্য সরকার। সরকারি কর্মীদের একাংশ এখনও প্রতিবাদ, ধর্নায় রয়েছেন। এই পরিস্থিতিতে নবান্ন পরিদর্শনে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দিন নবান্নে পৌঁছেই ১৪তায় নিজের চেম্বারে চলে যান মুখ্যমন্ত্রী। তবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছেই যান পাঁচ তলায়। ঘুরে দেখেন ওই স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কিন্তু সেই দুই দফতর পরিদর্শন করে বিরক্তও হন মুখ্যমন্ত্রী। ওই দুই দফতরে দুপুর ১২টা পর্যন্ত কর্মীদের হাজিরা দেখে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। 


২. কোর্টের নির্দেশ ছাড়া সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি নয়

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন আইনজীবী সঞ্জয় বসু। বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে রক্ষাকবচ দেওয়া হল আইনজীবীকে। পরবর্তী শুনানির আগে তাঁর বাড়িতে বা অফিসে কোনও তল্লাশি করা যাবে না বলে নির্দেশ আদালতের। বুধবারই ইডি দফতরে তাঁর হাজিরার দিন ছিল। তবে আদালতের নির্দেশের পর আর যেতে হয়নি তাঁকে। তবে তদন্ত বন্ধ করা যাবে না বলে জানানো হয়েছে। পরের শুনানি আগামী সোমবার। প্রাথমিক ভাবে আদালত মনে করছে সঞ্জয় বসুর বিরুদ্ধে এই তদন্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের সঙ্গে জড়িত। এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে আদালত।


৩.কাটা হাত নিয়ে হাসপাতালে ছুটল পুলিশ।

মেশিন ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ৷ আর সেই দুর্ঘটনার জেরে শরীর থেকে আলাদা হয়ে গেল মোটরভ্যান চালক কিশোরের হাত! বুধবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের বিষ্ণুবাড় এলাকার বাসিন্দারা৷ দুর্ঘটনার পর রাস্তার উপরেই পড়েছিল মোটরভ্যান চালকের কাটা হাত৷ পরে পুলিশ এসে মোটরভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কাটা হাতটিও কাপড়ে জড়িয়ে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা৷ জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ১৬ বছর বয়সি ওই মোটরভ্যান চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ চিকিৎসার জন্য তাকে কলকাতায় পাঠানো হয়েছে৷

.৪.কৌস্তভের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ।

 কোনও নোটিস ছাড়াই মধ্যরাতে পুলিশ পৌঁছে গিয়েছিল কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে। সাত সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পরের দিন তিনি জামিন পেলেও, পুলিশের অতিসক্রিয়তা নিয়ে ওঠে প্রশ্ন। এবার কৌস্তভের বিরুদ্ধে চলা পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহ এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কোর্টের অনুমতি ছাড়া কোনও থানা এই নিয়ে কৌস্তভের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না।  পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কৌস্তভ। বুধবার সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন আইনজীবী। সেই সঙ্গে মাঝরাতে পুলিশের অভিযান নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে।


.৫.আলমারিতে রাখা মায়ের টুকরো টুকরো দেহ।

ফের টুকরো টুকরো দেহ। এবার ঘটনাস্থল মুম্বই। মাকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলার দায়ে অভিযুক্ত মেয়ে! বুধবার, তাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম বীনা জৈন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বীনাকে হত্যার পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। জলের ট্যাঙ্কের মধ্যে রাখা একটি ইস্পাতের বাক্সে কয়েক টুকরো মাংস এবং হাড়গোড় পাওয়া গিয়েছে। আর ঘরের একটি আলমারির মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল তাঁর পচাগলা দেহ।

.৬.জামিন পেলেন লালু-রাবড়ি ও মিশা।

জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালুর পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের অপর প্রাক্তন মুখ্য়মন্ত্রী রাবড়ি দেবী ও তাদের কন্যা মিশা ভারতী-কেও জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিহারে জমির বদলে চাকরির দুর্নীতি মামলার তদন্তে নেমেছে ইডি ও সিবিআই। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। 


.৭.রণক্ষেত্র লাহোরে গ্যাস মাস্ক পরে প্রকাশ্যে ইমরান খান।

অবশেষে প্রকাশ্যে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে। মঙ্গলবার বিকেলে তোষাখানা মামলায় ইমরানকে গ্রেফতার করার জন্য, তাঁর লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তাঁর সমর্থকদের বিরোধিতায় প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় লাহোরের রাস্তা। শেষ পর্যন্ত ইমরানকে গ্রেফতার না করেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ। তাঁর বাড়ির বাইরে ধুন্ধুমার চললেও, ইমরানের দেখা পাওয়া যায়নি। বাড়ির ভিতর থেকে একের পর এক ভিডিয়ো বার্ত দিয়েছিলেন। এর পরের দিনই, গোপন আস্তানা থেকে বেরিয়ে তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করলেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দেখা গেল গ্যাস মাস্ক পরা অবস্থায়। 


৮.‘সুপারহিট’ স্ত্রী এরিন

কথায় বলে ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’… অজি তারকা অলরাউন্ডার বেন কাটিংয়ের স্ত্রী এরিন হল্যান্ডের সঙ্গে এটা বেশ দারুণ ভাবে মিলে গিয়েছে। বর্তমানে এরিন রয়েছেন পাকিস্তানে। তাঁর স্বামীও রয়েছেন সেখানেই। আসলে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের সঙ্গে যুক্ত বেন কাটিং। অন্যদিকে বেনের স্ত্রী এরিনও যুক্ত পিএসএলের সঙ্গে। না তিনি সরাসরি কোনও দলের সঙ্গে যুক্ত নন। আসলে বেন কাটিংয়ের স্ত্রী এরিন হল্যান্ড পেশায় ক্রীড়া সঞ্চালক। পিএসএলেও তিনি সঞ্চালনা করছেন। বেনের সুন্দরী স্ত্রী নাচে নাচে-গানেও পারদর্শী। মডেলিং এবং সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। সুন্দরী এরিনে মন মজেছে নেটিজ়েনদের।


৯.‘গালি বয়’ ওয়ার্নার!।

সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। এ বার ভারতের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে অজিরা। এই সিরিজের জন্যই ভারতে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে দিল্লি টেস্টে কনুইয়ে চোট পেয়েছিলেন ওয়ার্নার। তারপর তিনি দেশে ফিরে গিয়েছিলেন। সেই চোট সেরে যাওয়ার ফলে এ বার দলের সঙ্গে যোগ দিতে ভারতে এসেছেন ওয়ার্নার। ১৭ মার্চ ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। তার আগে মুম্বইয়ের রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল অজি তারকাকে।

.১০. ‘নুক্কড়’ সিরিয়ালের খোপরি প্রয়াত

বুধবার সকালে মিলল শোকের খবর। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সমীর খাখার। দিনের শুরুতেই মন খারাপ করা খবর। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তিত্বর মূল পরিচিতিই হয়ে দাঁড়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘নুক্কড়’। যার ‘খোপরি’ চরিত্রে তিনি সকলের মন জয় করেছিলেন। বলিউডে একের পর এক ছবিতেও জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। তবে মাত্র ৭১ বছর বয়সে এসে থাকম তাঁর পথচলা। বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুম্বইয়েই মৃত্যু ঘটে তাঁর। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়

You might also like!