১/ আসছেন অভিষেক-মমতা, প্রস্তুতি তুঙ্গে মালদায়
সোম এবং মঙ্গলবার তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে দুই দিনাজপুরে ‘জনসংযোগ যাত্রা’ সেরে বুধবার মালদহে পৌঁছবেন অভিষেক। অন্য দিকে, বৃহস্পতিবার অর্থাৎ ৪ মে মালদহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। তার আগে মমতাও গৌড়বঙ্গে পৌঁছবেন বুধবারই। গত কয়েক দিনে মালদহে স্কুলে বন্দুকবাজের ঢুকে পড়া এবং কালিয়াচকে এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই আবহে মালদহে তৃণমূলের এই দুই নেতার একসঙ্গে উপস্থিতি নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা।
২/ গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল যেন বন্ধ না হয়
রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে আগামিকাল ২ মে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। যদিও, সোমবার মে দিবস ছুটি থেকেই ছুটি শুরু হয়ে গিয়েছে। তবে কবে স্কুল খোলা হবে সে বিষয়ে এখনও বিজ্ঞপ্তি জারি করেনি স্কুলশিক্ষা দফতর। তাই অভিভাবকেরা মনে করছেন, মে মাসে গরমের দাপটে একমাস বন্ধ থাকবে স্কুল। এই সময়কালে যাতে ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে শিক্ষা দফতরের কাছে দরবার করল একটি শিক্ষক সংগঠন।
৩/ মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে মডেলকে ধর্ষণ
মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন মুম্বইয়ের এক মডেলের সঙ্গে। আচমকা একটি ঝামেলায় জড়িয়ে থানায় এসে পৌঁছতেই ফাঁস হয়ে গেল পরিচয়! ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তাঁরই মডেল ‘বান্ধবী’।
৪/ ১৪টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র
সন্ত্রাসবাদ দমনে আরও একটি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, বিভিন্ন ছোটবড় জঙ্গি সংগঠনের সঙ্গে সীমান্তের ও পার থেকে যোগাযোগ রাখছে পাকিস্তান। তার পরেই পাক-যোগ রয়েছে এমন ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র।
৫/ তারাতলা-জোকা মেট্রোপথে দ্বিগুণ হচ্ছে ট্রেনের সংখ্যা
সোমবার থেকে তারাতলা-জোকা মেট্রোপথে ট্রেনের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। এত দিন ওই পথে সারা দিনে ১২টি ট্রেন চলত। আজ থেকে সারা দিনে ২৪টি ট্রেন চলবে। সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে এবং তারাতলা থেকে অন্তিম ট্রেন ছাড়বে ৪টে ৪০ মিনিটে। একই সঙ্গে, এ দিন থেকে দু’টি ট্রেনের ব্যবধান এক ঘণ্টা থেকে কমে ৪০ মিনিট হচ্ছে। আগে দুপুরে প্রায় তিন ঘণ্টা পরিষেবা বন্ধ থাকত। এ বার থেকে তা আর থাকছে না।
৬/ সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না হাই কোর্ট
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে স্কুলের গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
৭/ বিরতিতেও চলছে সংঘর্ষ, সুদানে মৃত্যু ৫০০ ছাড়াল
সংঘর্ষ বিরতি চলছে। তার মধ্যেও বার বার গোলাগুলির শব্দে কেঁপে উঠছে সুদানের রাজধানী খার্তুম।সপ্তাহ তিনেক ধরে চলা সেনা এবং আধাসেনার এই সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫২৮ জন। এ দিন এই পরিসংখ্যান প্রকাশ করেছে সুদানের স্বাস্থ্য মন্ত্রক। জখমের সংখ্যা ৪৫০০-তে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে তারা। যদিও আদতে এই সংখ্যা আরও বেশি বলেই মনে করা হচ্ছে বিভিন্নমহলের তরফে।
৮/ মাঠের মধ্যেই রেফারির উপর চড়াও রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রাগ কমছেই না। আল নাসেরের হয়ে খেলতে নামলে প্রতি ম্যাচেই রেগে যাচ্ছেন পর্তুগিজ তারকা। কখনও গোল করতে না পেরে ক্ষোভ দেখাচ্ছেন। কখনও দলের হারের পর সতীর্থদের উপর ক্ষিপ্ত। এ বার রেফারির উপর চড়াও হতে দেখা গেল তাঁকে। তবে আশার কথা, দল জিতেছে। রোনাল্ডো নিজে গোলও পেয়েছেন।
৯/ দু’মাসের মধ্যে বক্সিং রিংয়ে ফিরতে চান মেরি কম
রবিবার কলকাতায় পিসি চন্দ্র গ্রুপের একটি অনুষ্ঠানে শহরে এসেছিলেন মেরি। সেই অনুষ্ঠানে তার বক্সিং রিঙে ফেরা নিয়ে প্রশ্ন করেয়া হলে তিনি বলেন- গত বছর কমনওয়েলথ গেমসের পরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছিলেন মেরি। এখনও সেই চোট সারেনি। মেরি অবশ্য আত্মবিশ্বাসী। বলেছেন, “চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ভাল করে হাঁটতে এবং দৌড়তে পারছি। তবে শক্ত মাটিতে নয়। সম্প্রতি ট্রেডমিলে দৌড় শুরু করেছি। আশা করি এক মাসের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাব। দু’মাসের মধ্যে রিংয়ে ফেরাই আমার লক্ষ্য।”
১০/ অনুষ্কার জন্মদিনে আদুরে শুভেচ্ছা বিরাটের
বয়স বাড়ল আরও এক বছর। ৩৫-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কার জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিলেন স্বামী বিরাট কোহলি। আইপিএলের মাঝেও সময় বার করে স্ত্রীর জন্য সমাজমাধ্যমের পাতায় বিশেষ বার্তা লিখতে ভোলেননি বিরাট। অনুষ্কার একগুচ্ছ ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় ক্রিকেট তারকা লেখেন- ‘‘ভাল-খারাপ, সব পরিস্থিতিতেই তোমায় ভালবাসব! তোমার সব পাগলামি সত্ত্বেও তোমাকেই ভালবাসি! তুমিই আমার সব কিছু, শুভ জন্মদিন।’’