Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( বৃহস্পতিবার,১১ মে , ২০২৩)

Top 10
Top 10

 

শুভেন্দু অধিকারীর কনভয় মামলায় নয়া মোড়!

শুভেন্দু অধিকারীর কনভয়ে মৃত্যু মামলায় এবার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। জেড ক্যাটাগরির সুরক্ষা নিয়েও রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার৷ জানা গিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও কনভয় সুরক্ষা কর্মীকে ডাকবে না পুলিশ। এদিন এজলাসে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত গুরুতর ঘটনা। সেইকারণেই এই ঘটনার তদন্তভার CID কে হস্তান্তর করা হয়েছে।’’ কিন্তু, গাড়ি দুর্ঘটনার মতো বিষয়ে কেন CID কে তদন্তভার দেওয়া হল, তা শুনেই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা।


শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম৷ বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরে প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব সামলেছেন বিচারপতি শিবাজ্ঞনম। ২০০৯ সালের ৩১ মার্চ প্রথম মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হন৷ ২০২১ সালের অক্টোবর মাসে বিচারপতি পদে বদলি হয়ে আসেন কলকাতা হাইকোর্টে। গত ৩১ মার্চ ২০২৩ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার তুলে নেন কাঁধে। তারপরে, আজ, ১১ মে ২০২৩, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ।


সিট গঠন আদালতের

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশে এই বিশেষ তদন্তকারী দল বা সিট এ বার এই ঘটনার তদন্ত করবে৷ এই তদন্তকারী দলে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন, থাকবেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস৷ এদের তিনজনের নেতৃত্বে এই তদন্তকারী দল কাজ করবে৷ হাইকোর্টের নজরদারিতে এই তদন্তকারী দল কাজ করবে৷ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার৷ সেখানেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ 


ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল

দণ্ডি-কাণ্ডে এবার তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। তিন মহিলাকে প্রকাশ্যে রাস্তায় দণ্ডি কাটিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনার কথা জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিল বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির দাবি, তাদের দেওয়া স্মারকলিপির জবাবে চিঠি দিয়েছেন রাজ্যপাল। আদিবাসী সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলেই দাবি বিজেপি বিধায়কদের। মনোজ টিগ্গা, বিশাল লামা-সহ ৮ জন বিজেপি বিধায়ক এই স্মারকলিপি জমা দিয়েছিলেন। বিশাল লামা জানিয়েছেন, রাজ্যপাল ইতিমধ্যেই মনোজ টিগ্গাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।



স্বস্তি শিন্ডে শিবিরে

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি কৃষ্ণ মুরারি, এমআর শাহ, হিমা কোহলি এবং পিএস নরসিমহানের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ মহারাষ্ট্র বহুমাস ধরে চলা রাজনৈতিক সঙ্কটের মামলায় আজ রায়দান করেছে। প্রধান বিচারপতি সিজেআই ডিওয়াই চন্দ্রচূদ সংবিধান বেঞ্চের দ্বারা গৃহীত সর্বসম্মত রায় পড়ার সময় বলেন, “একনাথ শিন্ডে সরকার মহারাষ্ট্রে অব্যাহত থাকবে, কারণ উদ্ধব ঠাকরে ফ্লোর টেস্টের মুখোমুখি না হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট তাঁর পদত্যাগ বাতিল করতে পারে না, পুরনো সরকারকে ফিরিয়েও আনতে পারবে না।”


আত্মহত্যা ৬ পড়ুয়ার

পরীক্ষায় আশানুরূপ ফলাফল হয়নি। হতাশায় চরম পদক্ষেপ নিল মোট ছয় পড়ুয়া। তেলঙ্গানার হায়দরাবাদ ও নিজ়ামাবাদে ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছে ৬ পডুয়া। জানা গিয়েছে, গত মঙ্গলবার তেলঙ্গানার ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষার ফলাফল দেখে হতাশ হয়ে আত্মহত্যার মতো পদক্ষেপ করে ছয় পড়ুয়া। তেলঙ্গানার হায়দরবাদেই পাঁচ পড়ুয়ার আত্মহত্যার খবর মিলেছে। আর নিজ়ামাবাদে আত্মহত্যা করেন ষষ্ঠ জন। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বনস্থলিপুরমে ১৭ বছরের এক কিশোরী নিজের বাড়িতেই আত্মহত্যা করে। আরেক জন রায়দুরগামে নিজেকে শেষ করে দেয় ১৬ বছরের এক কিশোরী। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী তিনি।


ভয়াবহ বিস্ফোরণ

ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণ। বৃহস্পতিবার উত্তর ইটালির মিলানের আচমকা বিস্ফোরণ ঘটে। আর রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে পরপর আগুন ধরে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। বৃহস্পিতবার মিলানের পোর্টা রোমানাতে আচমকা ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ঘটে। ভিডিয়োতে দেখা যাচ্ছে,পরপর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ইতালির স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, একটি ভ্য়ানে করে অক্সিজেন গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক অনুমান, সেই ভ্যানেই প্রথম বিস্ফোরণ ঘটে।


পুত্রসন্তানের বাবা হতে চলেছেন কোহলির সতর্থ

১৬তম আইপিএলে চলছে জোরদার লড়াই। এ বলে আমায় দ্যাখ , ও বলে আমায়। প্লে অফে ওঠার জবরদস্ত লড়াই। পথ কঠিন হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে প্লে অফে যাওয়ার এখনও সুযোগ রয়েছে। তারই মধ্যেই আরসিবি শিবিরে খুশির খবর। বাবা হতে চলেছেন চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর ১৮ মার্চ ভারতীয় বংশোদ্ভভুত ভিনি রমনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ম্যাক্সি। এরপর সেই মাসেই দু’জনে ভারতীয় রীতিতে বিয়ে করেন। আইপিএল চলাকালীন ম্যাক্সি ও ভিনির রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন বিরাট-অনুষ্কা, সস্ত্রীক ফাফ ডুপ্লেসি, মহম্মদ সিরাজ-সহ আরসিবির সদস্যরা। বিয়ের বছর খানেকের মধ্যেই সুখবর।


গুরুর জন্য

যে কোনও সফল ব্যক্তির উত্থানের পিছনেই থাকে কারও না কারও অবদান। খেলাধূলার ক্ষেত্রে যেমন কোনও সফল ক্রীড়াবিদের উন্নতির পিছনে অবদান থাকে কোচেদের। আচরেকর প্রয়াত হলেও সচিন তেন্ডুলকর কখনও তাঁকে ভোলেননি। তেমনই বিরাট কোহলির উত্থানের পিছনে অবদান রয়েছে তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মার। গুরুর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কোহলি। ‘১৫ বছর আগে জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়। আমার মধ্যে সেই বিশ্বাস জুগিয়েছিল রাজকুমার স্যার। প্রত্যেক ক্ষেত্রে তার উপদেশ, ব্যাটিং পরামর্শ আমার মাথায় গেঁথে গিয়েছে। আমার মধ্যে দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছিল। আমি সেই স্যারকে ধন্যবাদ জানাতে চাই।’


অসুস্থ সৌমিতৃষা

বিগত বেশ কিছু দিন ধরেই শিরোনামে ‘মিঠাই’ ধারাবাহিকটি। এতদিন যে সেটে শুটিং করে এসেছে মোদক পরিবার, সেই সেটই সম্প্রতি ভাঙা পড়েছে। সেখানে শুরু হয়েছে, অন্য এক নতুন ধারাবাহিকের শুটিং। তবে এরই মধ্যে আরও এক খারাপ খবর। অসুস্থ ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডু। শুটিং সেরে তাড়াতাড়ি ফিরতেও হয়েছে এই অসুস্থতার কারণেই। কী হয়েছে তাঁর? এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “খুব পিঠে ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। তাই জন্য ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।

You might also like!