বিস্ফোরক অধীর চৌধুর
সাগরদিঘি বিধানসভা এলাকাতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তার জেরেই বৃহস্পতিবার সকাল থেকে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসের বিধায়ক হন বাইরন বিশ্বাস। আর তার জেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত দুই মাস ধরে পাচ্ছেন না এলাকার মহিলারা। এমনই অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। রাজ্য সরকারি টাকা কেন মহিলারা পাচ্ছেন না, তারই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অধীর চৌধুরী।
গেরুয়া সতর্কতা জারি হাওয়া অফিসের
দহন জ্বালায় জ্বলছে রাজ্য। শুষ্ক গরমে ঘর থেকে বাইরে বেরোলেই নাক-মুখ জ্বলে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ। অন্তত ১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও আশা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের সব রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও মধ্য ভারত থেকে শুষ্ক বাতাস বঙ্গে ঢুকছে। ফলে আগের থেকে এবারের গরমের চরিত্রও গিয়েছে বদলে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড়
প্রভাবশালীদের নাম বলাতে চাপ দিচ্ছে ইডি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষে এহেন অভিযোগ ও তার প্রেক্ষিতে আদালতে জমা পড়া চিঠি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবার সেই মামলায় মারাত্মক ইঙ্গিত দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।কুন্তলের চিঠির প্রেক্ষিত ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সরাসরি বিচারপতি বলে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সিবিআই - ইডি। এমনই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির অনুধাবন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন, তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে।
গরমের ছুটিতে ক্লাস নষ্ট
স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হলেও অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। গরমের ছুটি এগিয়ে আনার জন্য পঠন-পাঠনের যে সময়সীমা নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। ২ মে থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। অত্যাধিক গরমের জন্য ছুটি এগিয়ে আনা হলেও অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের স্কুল খুললেই। গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। এ ছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গরমের ছুটি যাতে কার্যকর করা হয়, সেই মর্মে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতেও চিঠি দিল রাজ্য সরকার৷
নিশীথ মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের তদন্তে খামতি রয়েছে কিনা সবদিক খতিয়ে দেখে যদি মনে হয়, সিবিআই তদন্তই জরুরি, তাহলে হাইকোর্ট সেই সিদ্ধান্ত নিতে পারবে। ফলে আবার হাইকোর্টে ফিরে গেল এই মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল - রাজ্যের তদন্ত ঠিক পথে চলছিল না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোচবিহারের পুলিশ সুপারের হলফনামা তদন্তের প্রাথমিক পর্যায়ে ছিল। যদিও ২৫ ফেব্রুয়ারির ঘটনায় পুলিশ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এফআইআর রুজু করা হয়েছিল।
৪২ রাউন্ড গুলির লড়াইয়ে খতম মাফিয়া-পুত্র
উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে। বৃহস্পতিবার ঝাঁসীতে ইউপি পুলিশের বিশেষ টাস্কফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আসাদ ও তাঁর সঙ্গী গোলামের। তাঁদের থেকে দুটি বিদেশি পিস্তলও মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজু পাল খুনের প্রধান অভিযুক্ত আতিক রয়েছেন জেলে। সেই খুনের প্রধান সাক্ষী উমেশ পাল ২৪ ফেব্রুয়ারি খুন হন। নিজের বাড়ির সামনে উমেশকে গুলি করে খুন করে এক দল দুষ্কৃতী। এই হামলায় উমেশের দুই দেহরক্ষীরও মৃত্যু হয়। এই হামলা আসাদের নেতৃত্বে চালানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক ছিল আতিক পুত্র আসাদ।
গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৪ ভারতীয়র
নেপালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার ভারতীয় নাগরিকের। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের বাগমতী প্রদেশে একটি গাড়ি খাদে পড়ে যায়। এই পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আর এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারই নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় এই পথ দুর্ঘটনা ঘটেছে। যাত্রাপথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। প্রায় ৫০০ মিটার গভীর ছিল খাদটি। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যায়। তাঁদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
সৌরভ-রোহিত-হার্দিকদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম শুরু হলেই বিভিন্ন বেটিং সংস্থাগুলির রমরমা দেখা যায়। একাধিক প্রাক্তন ও বর্তমান তারকা ক্রিকেটার থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতারাও বিভিন্ন ফ্যান্টাসি গেমিং অ্যাপগুসির প্রমোশন করে থাকেন। ড্রিম ইলেভেন, মাই ১১ সার্কলের মতো বিভিন্ন গেমিং অ্যাপের প্রচারের মুখ রোহিত-আমিররা। বছরভর বেটিং সংস্থাগুলির প্রমোশন তো চলেই। আইপিএলের মরসুম এলেই পরিমাণটা আরও বেড়ে যায়। ১৬তম আইপিএল চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের দেখা যাচ্ছে বেটিং সাইটগুলির প্রমোশন করতে। এই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার আমির খানও। এই চারজনের বিরুদ্ধে এ বার বিহারের মজুফফরপুরে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
রানহীন সঞ্জুর বিরাট জরিমানা কেন?
চিপকের হাউসফুল গ্যালারি বুধ-রাতে একটা সময় এক নিমেষে মুষড়ে গিয়েছিল। ঠিক যে সময় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে মাহির ব্যাটে জয়ের জন্য প্রয়োজনীয় ছক্কাটি এল না। মহেন্দ্র সিং ধোনির মাইলফলক ম্যাচে শেষ অবধি ৩ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। অন্যদিকে রাজস্থান চেন্নাইকে হারিয়ে আইপিলের লিগ টেবলের মগডালে উঠে গিয়েছে। তবে সিএসকের বিরুদ্ধে রান পাননি রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ জিতেও রানহীন সঞ্জু অস্বস্তিতে পড়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৬তম আইপিএলের ১৭তম ম্যাচে স্লো ওভার রেটের জন্য বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে।
জল্পনাই তবে সত্যি!
নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক ইতি ঘটেছে প্রায় বছর তিনেক আগে। নিখিল জৈন এখন পুরোদস্তুর ‘বিজনেসম্যান’। তবে এরই মধ্যে টলিউড নায়িকাদের জড়িয়ে তাঁকে নিয়ে গুঞ্জন চলছেই… কখনও ঊষসী রায় আবার কখনও বা সৌরসেনী মৈত্র– নিখিলকে নিয়েও আলোচনা কম নয়। বিগত কিছু মাস ধরেই রটেছে সৌরসেনীর সঙ্গেই নাকি ইদানিং বেশ সখ্য গড়ে উঠেছে তাঁর। সৌরসেনী অতীতে এই সখ্যকে বিশেষ সম্পর্কের তকমা দিতে অরাজি হলেও নতুন পোস্টে উস্কে উঠল জল্পনা। সৌরসেনীর জন্মদিনের সকালেই ভেসে এল এক পোস্ট। হাসিমুখে সৌরসেনী ও নিখিল শেয়ার করছেন একই ফ্রেম। লেখেন, “শুভ জন্মদিন সৌরসেনী। যেরকম হাসতে থাক, তেমনটাই হেসে যাও।”