Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৩ )

top 10
top 10

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ১. ইডেনের সামনেই যাত্রীবোঝাই বাসে আগুন

ইডেন গার্ডেন্সে রঞ্জির ম্যাচ। বাংলা বনাম সৌরাষ্ট্র। স্টেডিয়াম চত্বরের বাইরে সাজো সাজো ব্যাপার। ম্যাচ দেখতে প্রবেশ অবাধ। তাই স্টেডিয়াম চত্বরের বাইরে ক্রিকেটপ্রেমীদের ভিড়টা ছিল। আর এসবের মধ্যে দুর্ঘটনা। ইডেন গার্ডেন্সের বাইরের রাস্তায় হঠাৎ করে একটি চলন্ত মিনি বাসে আগুন লেগে যায়। চারিদিকে ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষের মনে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে রাস্তার যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পুলিশকর্মীরা দ্রুত অন্যান্য গাড়িগুলিকে আগুন লাগা মিনিবাসের থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।


২.আপাতত ফেরাতে হবে না বেতন

এখনই ফেরত দিতে হবে না বেতন। চাকরি বাতিল হওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওএমআর শিট জালিয়াতি কাণ্ডে গত শুক্রবার গ্রুপ ডি-এর ১৯১১ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। শুধু চাকরি বাতিলই নয়, এতদিন ধরে পাওয়া বেতনের অর্থও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওই ১৯১১ জনকে। কিন্তু একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীরা।


৩.নিউটাউনে নিরাপত্তাহীন এটিএম-এ দুষ্কৃতীদের তাণ্ডব

এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। আর সেই সুযোগে রাতের অন্ধকারে এটিএম মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের লস্করহাটি বাজার এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান এসিপি শ্রেয়া সরকারও। এটিএম ভাঙচুর করা হলেও ওই দুষ্কৃতী টাকা বের করতে পারেনি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এটিএম থেকে টাকা তুলতে এসে দেখতে পান সেটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশকর্মীরা।


৪. শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি প্রয়াত

প্রয়াত হলেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হাওড়ার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্ম হয়েছিল জটুর। কংগ্রেস থেকে রাজনীতি শুরু। ১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথমবার প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়ে বিধায়ক হন। ১৯৯৬ সালেও বিধায়ক। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০০১ সালে  বিধানসভা ভোটে জিতেছিলেন জটু। তবে ২০০৬ সালে পরাজয়। ফের এলাকার সংগঠনে নজর দেন তিনি। ২০১১ ও ২০১৬ সালে আবারও জয়। শিবপুরের পাঁচ বারের বিধায়ক জটু।


৫.গুলমার্গে ছুটি কাটাতে গিয়ে স্কিইং রাহুলের।

ফুল অফ এনজয়মেন্ট! মাথায় টুপি, কালো জ্যাকেট ও ট্রাউজার্স পড়ে ক্রমাগত সাদা বরফের উপর দিয়ে স্কি করে যাচ্ছেন। চোখে-মুখে এতটুকু ক্লান্তির ছাপ নেই। বরং পুরোদমে উপভোগ করছেন। দু-দিনের একান্ত ব্য়ক্তিগত ছুটির মধ্যে কাশ্মীরের গুলমার্গে এভাবেই দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। তাঁর আইস স্কিইংয়ের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা তাঁর ‘ভারত জোড়ো যাত্রা-র সাফল্যের পুরস্কার’ বলেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে। জানা গিয়েছে, দি-দিনের ছুটিতে ব্যক্তিগত সফরে কাশ্মীর গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে খবর। যদিও তিনি এই সফরটি গোপন রাখতে চেয়েছিলেন।


.৬.গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল গুজরাতের পাতন জেলার বাহারি এলাকায়। যাত্রী বোঝাই একটি ভয়াবহ জিপ দুরন্ত গতিতে থাকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা লরিতে। এর জেরে ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন যাত্রীর। ওই জিপে মোট ১৮ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে গুজরাত পুলিশ সূত্রে। জিপে থাকা বাকিরাও আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জিপ চালকের গাফিলতির জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। 


৭. গাঁজা খাওয়ার মাইনে বছরে ৮৮ লক্ষ টাকা!

সারা বিশ্ব জুড়ে প্রথম সারির বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে চাকরিজীবীদের মনে। কিন্তু এর মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পদে নিয়োগের খবর সামনে এসেছে। সে রকমই একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জার্মানির এক সংস্থা এই নিয়োগের কথা জানিয়েছে। ক্যানাবিস সোমেলিয়া হিসাবে কাজ করতে হবে সেই সংস্থায়। সেই চাকরিকে ইনটক্সিকেটেড জব বলেও অভিহিত করা হয়েছে। ওই সংস্থা চাইছেন এক জন ক্যানাবিস টেস্টারকে। অর্থাৎ যিনি গাঁজা খাবেন এবং সেই গাঁজার গুণমান বিচার করতে হবে। এই চাকরির জন্য প্রতি বছর প্রায় ৮৮ লক্ষ টাকা দেওয়া হবে।


৮. ‘ফ্যান’দের হাতেই আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার

একেই বলে খ্যাতির বিড়ম্বনা। সেলফি তুলতে এসেছিলেন অনুরাগীরা। তাতে রাজি না হওয়ায় সেই অনুরাগীদের হাতেই আক্রান্ত হতে হল জাতীয় দলের ক্রিকেটারকে। আটজন মিলে ঝাঁপিয়ে পড়ে ক্রিকেটারের গাড়ির উপর। ঘটনাটি মুম্বইয়ের। তবে কোন এলাকায় তা জানা যায়নি। মুম্বইয়ের ব্যাটার পৃথ্বী শ  তাঁর এক বন্ধুর গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলেন। ক্রিকেটারকে দেখেই সেলফি তুলতে ছুটে যায় দু’জন ফ্যান। অথচ সেই অনুরাগীরাই পরে ক্রিকেটারের গাড়ির উপর চড়াও হয়। ঘটনায় স্তম্ভিত হয়ে যান ক্রিকেটার। পরে ওশিওয়ারা থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কথা হয়।


৯.প্রয়াত ভারতের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম।

প্রয়াত দেশের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ফুটবলার। এ দিন দুপর ২.০৫-এ কলকাতার বেসরকারী হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬ বছর। ভারতীয় ফুটবলের থ্রি মাস্কেটিয়ার্স বলা হত পিকে, চুনী, বলরামকে। পিকে বন্দ্যোপাধ্যায় আর চুনী গোস্বামী আগেই প্রয়াত হয়েছিলেন। এ বার চলে গেলেন তুলসীদাস বলরাম। তাঁর জন্ম হয়েছিল হায়দরাবাদে। এখানে বালিতে থাকতেন। ১৯৩৬ সালের ৪ অক্টোবর সেকেন্দ্রাবাদে জন্মেছিলেন। ১৯৫৪ সালে আর্মি কমব্যাট ফোর্সের হয়ে ফুটবল খেলা শুরু। এরপর হায়দরাবাদের রাইডার্স ক্লাবের হয়ে খেলতেন। সেখান থেকে যোগ দিয়েছিলেন হায়দরাবাদ সিটি পুলিসে। এরপরই খেলতে আসেন ইস্টবেঙ্গলে।


.১০. যুবনেতাকে গোপনে বিয়ে স্বরা ভাস্করের

ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন বহু আগেই। সরকার বিরোধী কথা বলে চক্ষুশূল হয়েছেন বহুবার। তাঁর টুইট নিয়ে আলোচনা তো থামবার নয়। তবে এবার বিয়ে পিঁড়িতে অভিনেত্রী স্বরা ভাস্কর। কাউকে কিছু জানতে না দিয়েই এ বছরের গোড়াতে আইনি বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রের নাম ফাহাদ আহমেদ যিনি নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি পদে আসিন রয়েছেন তিনি। মিছিলেই আলাপ দু’জনের। মিছিল থেকেই শুরু বন্ধুত্ব। স্বরার চেয়ে বয়সে বেশ কয়ের বছরের ছোটই তিনি। বন্ধুত্ব যে কখন প্রেমে গড়িয়ে গেল তা বুঝতে পারেননি দুজনের কেউই।


You might also like!