Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( রবিবার,এপ্রিল ২, ২০২৩ )

রবিবার,এপ্রিল ২, ২০২৩
রবিবার,এপ্রিল ২, ২০২৩

 

১/ রাজু হত্যা নিয়ে বিস্ফোরক দাবি দিলীপের 

রাজু খুনের পরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাবুল। রাজুর মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন ইডি-সিবিআই তদন্ত হবে না, সেই প্রশ্নও তুলেছেন। এই পরিস্থিতিতে দিলীপ দাবি করলেন, মুখ বন্ধ করতেই কয়লা ব্যবসায়ীকে খুন করা হয়েছে! কয়লাকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়ে রাজু হয়তো ‘বড়’ নাম বলে এসেছিলেন। তাই তাঁর মুখ বন্ধ করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার। 

২/ শিবপুর যাওয়ার পথে পুলিশি বাধায় সুকান্ত 

হাওড়ার শিবপুরে যাওয়ার পথে পুলিশি বাধা পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দ্বিতীয় হুগলি সেতুর কাছে পুলিশের সঙ্গে একপ্রস্ত কথা কাটাকাটি হয় সুকান্তের। পুলিশ জানায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু সুকান্ত পাল্টা প্রশ্ন করেন কেন মন্ত্রী অরূপ রায়কে যেতে দেওয়া হয়েছিল। তাঁর কথায়, ‘‘অরূপ রায়ের কাছে কি অতিরিক্ত সাংবিধানিক অধিকার আছে? আমার যাওয়ার জন্য যদি পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে তবে মন্ত্রীর বেলাও ছিল। তিনি কী ভাবে গেলেন?’’

৩/ বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাব 

বিহারে রামনবমী ঘিরে অশান্তির ঘটনায় নীতীশ কুমারের সরকারের দিকে একের পর এক আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিবার বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিহারেই গিয়েছেন তিনি। অমিতের গন্তব্যের মধ্যে ছিল অশান্ত সাসারামও। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে। শাহ সভা করেন নওয়াদায়। সেখানে তাঁর দাবি, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে বিহারে ক্ষমতায় আসবে বিজেপি। একই সঙ্গে তাঁর হুঙ্কার, ‘‘ক্ষমতায় এলে উল্টো করে ঝোলানো হবে দাঙ্গাবাজদের।’’

৪/ কোঁচকানো ত্বক!তাই আধার কার্ডের সুযোগসুবিধা থেকে আঁধারে ১০৬ বছরের বৃদ্ধা 

আধার কার্ডের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে প্রয়োজনীয় আঙুলের ছাপ তোলা সম্ভব নয়। কারণ, বয়সজনিত কারণে কুঁচকে গিয়েছে সবক’টি আঙুলের ত্বক। তাই আধার কার্ডও পাননি তিনি। সে কার্ড না থাকায় সরকারি সুযোগসুবিধা থেকেও বঞ্চিত শত বসন্ত পার করা অসমের এক বৃদ্ধা। 

৫/ পাখিদের কলোরব এ বার রাজ্য জুড়ে রেকর্ড করে রাখতে উদ্যোগী হলেন পক্ষীপ্রেমীরা

ভোরের পাখির ডাক উপেক্ষা করার সাধ্য নেই পক্ষীপ্রেমীদের। তাই আঁধার থাকতেই বনে-জঙ্গলে, অভয়ারণ্যে গিয়ে কান পাতেন তাঁরা। পাখিদের কিচিরমিচিরের মধ্যে থেকে চিনে নেন কোনও বিশেষপাখিকে। সেই জায়গায় পাখিদের জীবনযাপনের কী কী বিশেষত্ব, তা-ও টের পান তাঁরা। পাখিদের সেই প্রভাতী আসরকেই এ বার রাজ্য জুড়ে রেকর্ড করে রাখতে উদ্যোগী হলেন পক্ষীপ্রেমীরা। 

৬/ রাজুর খুনিদের গাড়ির মালিক পাটুলির মহিলা 

একটি নীল গাড়ি থেকে গুলি করা হয়েছিল কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে। তার পর সেই নীল গাড়ি রাস্তাতেই ফেলে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্তেরা। এমনটাই জানিয়েছে পুলিশ। সেই গাড়ির বিষয়েই নতুন তথ্য প্রকাশ্যে এল। কলকাতার পাটুলির বাসিন্দা এক যুবকের দাবি, গাড়িটি তাঁর মায়ের। গত বছর সেপ্টেম্বরে একটি সংস্থাকে তাঁরা গাড়ি বিক্রি করেছিলেন। যদিও নীতির জটিলতার কারণে মালিকানা এখনও বদল হয়নি। 

৭/ পরিষেবার নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠল চ্যাটজিপিটির নামে 

চ্যাটজিপিটি নিয়ে দুনিয়াজুড়ে হইচইয়ের মধ্যেই এল প্রথম ধাক্কা। ইতালিতে নিষিদ্ধ ঘোষণা করা হল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি চ্যাটজিপিটিকে। ভাল পরিষেবা দেওয়ার নামে দেশের মানুষের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠেছে চ্যাটজিপিটির বিরুদ্ধে। পরিষেবা প্রদানকারী সংস্থাটিকে অবিলম্বে দেশে চ্যাটবটের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে ইতালির সরকার।

৮/ আবার আইপিএলে ললিত মোদী 

আইপিএল যত দিন থাকবে, তত দিন না থেকেও হয়তো থাকবেন ললিত। ক্রিকেট বিশ্বের সব থেকে দামী প্রতিযোগিতা উপহার দিয়েছেন তিনি। আইপিএলের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়েছিলেন। তখন থেকেই তিনি মূলত লন্ডনের বাসিন্দা। সেখান থেকেই আইনি লড়াই লড়ছেন। দুর্নীতির অভিযোগ বহু বার উড়িয়ে দিয়েছেন ললিত। একাধিক বার বলেছেন, তাঁর যা পারিবারিক সম্পত্তি রয়েছে, তার পর দুর্নীতি করার প্রয়োজন নেই। ‘সামান্য’ কিছু টাকা আত্মসাৎ করার অভিযোগ হাস্যকর। 

৯/ যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েও বিশ্বকাপ খেলার সুযোগ পেল আর্জেন্টিনা 

বিশ্বকাপে খেলা নিয়ে বিতর্কে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন না করতে পারলেও প্রতিযোগিতায় লিয়োনেল মেসির দেশকে খেলার সুযোগ করে দিয়েছে ফিফা, এমনই অভিযোগ উঠেছে। 

১০/ করনের সঙ্গে খোশগল্প কিসের ইঙ্গিত দিলেন প্রিয়ঙ্কা 

এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, বলিউডে নাকি তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল, সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল অনেকের সঙ্গে। প্রিয়ঙ্কা চোপড়া তাই চলে গিয়েছিলেন হলিউডে। তার পর বিয়ে করে সংসার পেতেছেন ক্যালিফোর্নিয়ায়, গায়ক নিক জোনাসের সঙ্গে।অনেক দিন পর দেশে এসেছেন অভিনেত্রী। এ বার সঙ্গে আছেন স্বামী নিক। শুধুই কি অম্বানীর নিমন্ত্রণ রাখতেই এলেন? না নতুন কোনও ছবিতে অভিনয়ের করার কথা চলছে? এখনও কেউ কিছু খোলসা না করলেও প্রিয়ঙ্কা হয়তো রাস্তা পরিষ্কার রাখতে চাইছেন, এমনই অনুমান নেটিজ়েনদের।

You might also like!