১. নবান্ন অভিযান
রাজ্ কো-অর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রুটে বদল এনে অনুমতি দিল আদালত। আগামী ৪ মে-র মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল। অনুমতি দেওয়ার আগে এদিন রাজ্যের উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন ছোঁড়েন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি জানতে চান, "যে বিধিনিষেধের কথা আপনারা এখানে বলছেন সেটা রাজ্যের শাসক দলের ক্ষেত্রেও প্রযোজ্য তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয় তখন পুলিশের অসুবিধা হয় না?"
২. আগামিকাল বনধ
বিজেপি নেতা খুনের প্রতিবাদে আগামিকাল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার একশোটি জায়গায় পথ অবরোধ কর্মসূচিরও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা৷ গতকাল রাতে ময়নায় বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইঞা খুন হন৷ তৃণমূলের বিরুদ্ধে দলের নেতাকে খুনের অভিযোগে সরব হয়েছেন ময়নার বিজেপি নেতা কর্মীরা৷ বিজেপি-র বুথ সভাপতিকে অপহরণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পূ্র্ব মেদিনীপুরের ময়না৷ এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ময়নায় পথ অবরোধ করে বিজেপি৷
৩. সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ১০০ দিনের কাজে বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে সুকান্তকে আক্রমণ করলেন অভিষেক৷ পাশাপাশি, লোকসভা ভোটের প্রসঙ্গও তুলে আনলেন৷ অভিষেক বললেন, ‘২০১৯ সালে অর্পিতা ঘোষ দাঁড়িয়ে ছিলেন। আমরা ভেবেছিলাম উনি জিতবেন। কিন্তু উনি প্রায় ৩৩ হাজার ভোটে হেরে যান। সুকান্ত মজুমদার জিতে যান। সাংসদ হওয়ার পরে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। যদিও এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে তিনি বলেননি। উনি একটাও চিঠি কেন্দ্রকে লেখেননি ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য৷’
৪. ২০২৪-এ দেশে পরিবর্তনের ডাক মমতার
বর্তমান রাজ্য সরকারের দু’বছরের পূর্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আট মিনিটের ভিডিও বার্তায় একদিকে রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরলেন, আবার তেমনই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন৷ ‘মন কি বাত’-কে ‘ঝুট কি বাত’ বলে আক্রমণ করলেন তিনি৷ মমতা বললেন, ‘বাংলাকে গত ১২ বছর ধরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বাংলা আজ বিশ্বের দরবারে সম্মানিত হচ্ছে। বাংলার আজ কৃষকদের রোজগার বেড়েছে। সবদিকেই বাংলা এখন এক নম্বর। আমরা ভেবেছিলাম ৩৪ বছর বামফ্রন্টের সরকার চলে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার থেকে আমরা একটু সহানুভূতি পাব। ১০০ দিনের কাজের টাকা আমাদের কেন্দ্র দেয়নি।’
৫. পদ ছাড়লেন শরদ পাওয়ার
এনসিপি সভাপতির পদ ছাড়লেন শরদ পাওয়ার৷ এ দিন নিজেই এই ঘোষণা করেছেন প্রবীণ রাজনীতিবিদ৷ তবে তিনি পুরোপুরি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি পাওয়ার৷ ১৯৯৯ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র প্রতিষ্ঠা করেছিলেন পাওয়ার৷পাওয়ারের পর এনসিপি প্রধানের পদে কে বসবেন, তা এখনও স্পষ্ট নয়৷ গত কয়েকদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল৷ এই পরিস্থিতির মধ্যেই আজ সেই অজিত পাওয়ারকে পাশে বসিয়েই নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে দলের সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেন মহারাষ্ট্রের চার বারের মুখ্যমন্ত্রী পাওয়ার৷
৬. কাশ্মীরের নানা প্রান্তে তল্লাশি NIA-র
বিগত কয়েক বছরে সন্ত্রাসী হানায় বারবার রক্ত ঝরেছে কাশ্মীরে। অস্থিরতা বেড়েছে উপত্যকায়। এবার ফের সন্ত্রাসীদের খোঁজে কাশ্মীরে বড় রেড এনআইএ-র। আটক এক। সন্ত্রাসী গোষ্ঠীকে টাকা দেওয়ার অভিযোগেই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁর সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত রয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এদিন শ্রীনগর, অবন্তিপোড়া, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তল্লাশির সময়েই শ্রীনগরের শোজিয়েৎ এলাকা থেকে ইশক ইকবাল ভাট নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিগত কয়েক বছরে জম্ম-কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিদের দাপট অনেকটাই বেড়েছে। একাধিকবার সন্ত্রাসী হানাও দেখা গিয়েছে উপত্যকার নানা প্রান্তে।
৭. বাড়ছে অ্যাজমা রোগ
অ্যাজমা বা হাঁপানি রোগ বংশগত। এতদিন এমনটাই শোনা যেত। কিন্তু, বর্তমানে বংশগত কারণের চেয়ে পরিবেশগত কারণেই অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন-দিন বাড়ছে। মূলত শিশু ও বয়স্করাই অ্যাজমায় বেশি আক্রান্ত হচ্ছে। ২ মে সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব অ্যাজমা দিবস’-এর সময় বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অফ দ্য চেস্ট অ্যান্ড হাসপাতালের প্রকাশিত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত। যার মধ্যে ১৮ বছরের কম বয়সি প্রায় ৫১ লক্ষ শিশু রয়েছে।
৮.আম্পায়ারের হাতে চড় খেল লখনউয়ের বোলার!
আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই আরসিবির বিরুদ্ধে সোমবার ২ উইকেট নিয়েছিলেন। তিনি প্রথমে আরসিবির তারকা ব্য়াটার বিরাট কোহলিকে আউট করেন। তার পরই আম্পায়ারের হাতে চড় খেতে হল রবিকে। দুই উইকেট নেওয়ার পর ওভার শেষ করে আম্পায়ারের কাছ থেকে ক্যাপ সংগ্রহ করতে যাচ্ছিলেন রবি বিষ্ণোই। সেই সময় আম্পায়ারের হাত তাঁর মুখে লাগে। গালে আঘাত পান তিনি। ওই ঘটনার পর রবি বিষ্ণোইকেও মুখে হাত দিয়ে থাকতে দেখা যায়। যদিও পরে মাঠের আম্পায়ার রবির কাছে ক্ষমা চান। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৯. সুপ্রিম নিয়োগ
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন গঠনতন্ত্র তৈরিতে চূড়ান্ত নির্দেশ সুপ্রিম কোর্টের। ১৫ জুলাইয়ের মধ্যে এআইএফএফের নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। খসড়া মেনে গঠনতন্ত্র তৈরিতে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়োগ করল দেশের শীর্ষ আদালত। সমস্ত স্টেকহোল্ডারদের পরামর্শ মেনে নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি। গত বছর সেই খসড়া তৈরিতে বিস্তর সমস্যাও তৈরি হয়। এমনকি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে একটা সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের কবলেও পাঠিয়ে দেয় ফিফা । পরবর্তীতে পরিস্থিতি অন্যদিকে গড়ালে নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন সভাপতি নিযুক্ত হন কল্যাণ চৌবে।
১০. টেলি-অভিনেত্রীর ডিভোর্স ফটোশ্যুট
বেশ কয়েকবছর আগেও প্রি-ওয়েডিং নামের কোনও বিষয়ের চল ছিল না। যেদিন থেকে মানুষের ব্যস্ততা বেড়েছে, আনন্দ-আয়োজনে ভাটা পড়েছে, তবে থেকেই মানুষ যেন উৎসবের দিনগুলোকে টেনে-হিঁচড়ে বাড়ানোর চেষ্টা করছে। তারই এক নমুনা প্রি-ওয়েডিং শ্যুট। বিয়ের আগে হবু বরকনের আনন্দের মুহূর্তগুলোকে লেন্সবন্দী করে রাখা। সোশ্যাল মিডিয়ায় এর জনপ্রিয়তা বহুল। ফটোগ্রাফারদেরও বেশ প্রিয়। কিন্তু ডিভোর্স? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই। তাহলে তার জন্য ফটোশ্যুট কেন। সম্প্রতি এমনই এক ফটোশ্যুট করে নেট দুনিয়ায় রীতি মতো সাড়া ফেলে দিয়েছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তাঁর কাছে এটি মুক্তির নামান্তর।