Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( মঙ্গলবার , এপ্রিল ২৫ ,২০২৩ )

top 10..
top 10..

 

সিতাইয়ে সভামঞ্চে তুমুল বিশৃঙ্খলা

সিতাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই তুমুল বিশৃঙ্খলা। জনসংযোগ যাত্রায় সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন অভিষেক। গোপন ব্যালটের ব্যবস্থাও করেছিলেন। সিতাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যেতেই হুড়োহুড়ি, মারামারি শুরু হয়ে যায়। গোপন ব্যালটে একসঙ্গে ভোট দিতে চলে আসেন প্রচুর মানুষ। ব্যালট ঘিরে হাতাহাতি পর্ব তৈরি হয়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী দাবি করেন, তাঁরা ব্যালট পেপারই পাননি। পুরো বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরে বলেন, "দল কোনওমতেই এই ঘটনা বরদাস্ত করে না। তৃণমূলের কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"


গোপন বৈঠক চার তৃণমূল নেতার

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখানোর হিড়িক লেগে গিয়েছিল৷ ভোটের ফল প্রকাশিত হতেই অবশ্য বিপরীতমুখী স্রোত শুরু হয়৷ এবার ফের একবার চার তৃণমূল নেতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুকের হোটেলে শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে শাসক দলের অন্দরে ঝড়৷ ওই নেতাদের 'গদ্দার', 'মীরজাফর' বলে অভিহিত করে তমলুক শহর জুড়ে পোস্টার পড়েছে৷ অবিলম্বে ওই নেতাদের দল থেকে বহিষ্কারের দাবিও উঠেছে৷ যদিও বিতর্কে নাম জড়ানো তৃণমূল নেতারা এ বিষয়ে মুখ খুলতে চাননি৷


মে মাসেই উচ্চমাধ্যমিকের ফল? 

জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভবত মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সম্ভবত মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশিত হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ। অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের।


আল কায়দা যোগ!

হুগলির দাদপুর থেকে গ্রেফতার আল কায়দার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক ব্যক্তি৷ পুলিশ মারফত জানা গিয়েছে, ৩১ বছরের সেই যুবকের নাম নাসিমু্দ্দিন শেখ৷ তাঁকে হুগলির দাদপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ মারফত জানা গিয়েছে এক বছর ধরে বেপাত্তা ছিল সে৷ কোনও রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ আল কায়দার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানানো গয়েছে৷ এসটিএফ সূত্রে খবর মিলেছে, ধৃত জঙ্গি নাসিমুদ্দিনের বয়স ৩১ বছর৷ সে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার শেরপুরের বাসিন্দা৷ সেই ব্যক্তিউ একিউআইএস বা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট-এর সদস্য ছিল৷


উচ্ছ্বসিত রাজ্যবাসী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরল সফর ঘিরে অনেকদিন ধরেই বাড়ছিল উত্তেজনা। কারণ তাঁর হাত ধরেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই কোচিতে পা রাখেন মোদী। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও কংগ্রেসের লোকসভা সাংসদ শশী থারুর। বিমান বন্দর থেকে সোজা তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যান মোদী। সেখানেই সবুজ পতাকা দেখিয়ে বন্দে ভারতের যাত্রার সূচনা করেন।

 

ফের যোগীর নামে হুমকি মেসেজ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফের খুনের হুমকি দেওয়া হল। গত শনিবার (২৩ এপ্রিল) রাতে যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে একটি বার্তা আসে। উত্তর প্রদেশ সরকারের তরফে চালু করা নম্বর ‘ডায়াল ১১২’ তে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে বার্তা আসে। হুমকির সুরে সেই মেসেজ লেখা ছিল, “আমি শিগগির মুখ্যমন্ত্রী যোগীকে খুন করব”। এই হুমকি মেসেজ পাওয়ার পরই ইতিমধ্য়েই নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন। কয়েক গুণ বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। গত সপ্তাহেই যোগী আদিত্যনাথের নামে আরও একটি হুমকি ইমেল এসেছিল।

চলে গেলেন বাংলাদেশের প্রবীণ কমিউনিস্ট নেতা

না ফেরার দেশে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা পঙ্কজ ভট্টাচার্য। গতকাল মাঝরাতে ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ কমিউনিস্ট নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক। এবার সব লড়াই শেষে গতকাল মধ্যরাতে থমকে গেল জীবন। চিরঘুমে বাংলাদেশের কমিউনিস্ট নেতা পঙ্কজ ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোক নেমে এসেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বেশ কয়েকদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ রাজনীতিক। গত ১৭ এপ্রিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। শেষ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।


পার্টনার অনুষ্কাকে নিয়ে জমিয়ে ব্যাডমিন্টনে খেললেন বিরাট

 আইপিএলের মাঝেই কিছুক্ষণের জন্য ক্রিকেট থেকে দূরে বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নেমে পড়লেন ব্যাডমিন্টন কোর্টে। বেঙ্গালুরুর একটি আবাসনের বাসিন্দাদের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ওই পাওয়ার কাপল। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার প্রমোশনাল ইভেন্টে কোর্টে নেমেছিল বিরুষ্কা। জুটি বেঁধে মিক্সড ডাবলস খেললেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে খেলা বেশ উপভোগ করেছেন। তবে শেষ পর্যন্ত জয়ী কে হয়েছে তা জানা যায়নি। কালো ট্র্যাক প্যান্টের সঙ্গে ব্লু স্ট্রাইপড টি-শার্ট পরেছিলেন বিরাট। খেলার মাঝে বিরাটকে অট্টহাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে। কালো স্লিভলেস টি-শার্ট এবং কালো শর্টসে বিরাটের পাশে অনুষ্কারও স্পোর্টি লুক। দু'জনেই ব্যাডমিন্টন স্কিল দেখালেন।



দল ঘোষণা ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে বড় চমক। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে বিসসিআই। ফাইনালের জন্য ডাক পেয়েছেন অজিঙ্ক রাহানে। ঘরোয়া ক্রিকেট এবং চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে এতে সন্দেহ নেই। এর পাশাপাশি সুযোগ পেয়েছেন ফর্ম নিয়ে যুঝতে থাকা লোকেশ রাহুলও। ৭-১১ জুন ওভালে খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মোট ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নামবে ভারত। এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে টিম ইন্ডিয়া।


অহংকারের সুর?

সদ্য মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবির কিসি কি ভাই কিসি কি জান। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। খুব কম পরিসরের জন্য পর্দায় থাকলেও মাঝে মধ্যেই ছোট ছোট সংলাপে দেখা যাচ্ছিল শেহনাজের উপস্থিতি। কেরিয়ারের বড় ব্রেক। তবে তাঁর ব্যবহারে বেজা রুষ্ঠ নেটপাড়ার একাংশ। শেহনাজের দিন দিন অহংকার নাকি বেড়েই চলেছে, তাঁর কথায়, ব্যবহারেই নাকি স্পষ্ট। যদিও শেহনাজ আর এই সকল বিষয় মাথা ঘামাতে নারাজ। ভাল কাজ পাওয়ার অপেক্ষাতেই মুখিয়ে রয়েছেন তিনি। সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাধিকা আপতে যে ধরনের চরিত্রে কাজ করেন, তেমন কোনও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

You might also like!